প্রতিবাদের স্লোগানে আলকাতরার ছোপ! ধর্না উঠতেই স্বাস্থ্য ভবনের সামনে মুছে ফেলা হল সব

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই কর্মবিরতিতে ছিলেন জুনিয়র ডাক্তাররা। প্রায় দেড় মাস ব্যাপী চলা এই কর্মবিরতিতে সদ্য ইতি পড়েছে। কাজে ফিরেছেন আন্দোলনকারীরা (RG Kar Case)। জেলায় জেলায় জরুরি বিভাগে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই আবহে এবার স্বাস্থ্য ভবনের সামনে দেখা গেল এক বেনজির দৃশ্য!

  • প্রতিবাদের স্লোগানে আলকাতরার প্রলেপ (RG Kar Case)!

একটানা ১১ দিন স্বাস্থ্যভবনের সামনে ধর্না দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। রোদ, জল, বৃষ্টি মাথায় নিয়ে সেখানে বসে ছিলেন তাঁরা। সদ্য সেই ধর্না উঠেছে। বিচারের দাবিতে অনড় থেকেই আবারও কাজে যোগ দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আরজি কর হাসপাতালেও জুনিয়র চিকিৎসকরা কাজ শুরু করেছেন। এরপরেই দেখা গেল, স্বাস্থ্য ভবনের (Swasthya Bhaban) সামনের রাস্তায় লেখা স্লোগানের ওপর আলকাতরার প্রলেপ পড়তে শুরু করেছে।

  • স্বাস্থ্য ভবনের সামনের দৃশ্য নিয়ে শুরু চর্চা!

‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ ন্যায়বিচারের দাবিতে রাস্তায়-ফুটপাথে একাধিক স্লোগান লিখেছিলেন আন্দোলনকারীরা। জুনিয়র চিকিৎসকরা ধর্না তুলতেই দেখা গেল, সেগুলি মুছতে দেওয়া হচ্ছে আলকাতরার ছোপ! জানা যাচ্ছে, স্বাস্থ্য ভবনের দেওয়াল নতুন করে রঙ করা হয়েছে। সেই সঙ্গেই রাস্তা থেকে স্লোগান মোছা হচ্ছে (RG Kar Case)। যেখানে যেখানে স্লোগান লেখা ছিল, সেখানে সেখানে দেওয়া হয়েছে এই কালো রঙের প্রলেপ।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার মহিলারা পাবেন ২১০০ টাকা! পুজোর আগেই নয়া প্রকল্প ঘোষণা

কয়েকদিন আগেই জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) ধর্নামঞ্চ থেকে ত্রিপল, ফ্যান খুলে নেওয়ার দৃশ্য দেখা গিয়েছিল। সেই সময় তা নিয়ে বিস্তর চর্চা হয়। উঠেছিল নিন্দের ঝড়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দেখা গেল, প্রতিবাদের স্লোগানে দেওয়া হচ্ছে আলকাতরার ছোপ! স্বাভাবিকভাবেই এই নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।

RG Kar case junior doctors Swasthya Bhaban

এদিকে ধর্না শেষ হলেও, জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলবে। কাজে ফিরলেও ন্যায়বিচারের দাবিতে তাঁদের লড়াই জারি থাকবে (RG Kar Case)। গতকাল স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স অবধি মিছিল করে যান আন্দোলনকারীরা। স্লোগান উঠতে থাকে, আর কতদিন সময় চাই? জবাব দাও সিবিআই? প্রতিবাদকারী এক জুনিয়র ডাক্তার বলেন, ‘আমাদের কোনও রাজনৈতিক দাবি নেই। রাজ্যের যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আমরা যাব। সাধারণ মানুষের সেবা করব। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নতিই আমাদের লক্ষ্য’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর