‘আমি কবে..,’ শুরুতেই জোর ধাক্কা কপিল সিব্বলের! বিরাট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার সকাল ১০. ৩০ এর কিছু পরে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুরু হয়েছে আর জি কর (RG Kar) মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে চলছে সওয়াল-জবাব। সুপ্রিম নির্দেশ মতো মুখ বন্ধ খামে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই (CBI)।

ওদিকে শুনানির শুরুতেই লাইভ স্ট্রিমিং-এর বিরোধিতা করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal)। যদিও রাজ্য সরকারের আইনজীবীর আর্জি খাজির করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির মন্তব্য, ‘লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না। এই মামলা জনস্বার্থ সম্পর্কিত।’

রাজ্যের আইনজীবী সিব্বলের আদালতে সওয়াল, ‘রাজ্য সরকার কখনই দোষীদের আড়াল করছে না, বলা হচ্ছে আমি নাকি আদালতে হেসেছি, কবে হেসেছিলাম আমি?’ প্রশ্ন কপিল সিব্বলের। এর আগের দুই শুনানিতে আদালতের প্রশ্নবাণে রীতিমতো বিদ্ধ হয় রাজ্য সরকার ও প্রশাসন। আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ময়নাতদন্তের রিপোর্টের প্রেক্ষিতে একাধিক রিপোর্ট উঠে আসে সুপ্রিম কোর্টে।

গত শুনানিতে নির্যাতিতার দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? প্রশ্ন তোলেন বিচারপতি। ময়নাতদন্তের সময় দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল সেই বিষয়ে জানতেই এই চালান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর সময় চিকিৎসকরা একটি চালান পূরণ করে তা মৃতদেহের সঙ্গে পাঠান। সেই চালানই সিবিআইকে আদালতে পেশ করার কথা বলেন বিচারপতি। সিবিআই আদালতে জানিয়ে দেন যে তারা কোনও চালান পায়নি। সলিসিটার জেনারেলও একই কথা জানান আদালতে।

সিবিআই এর কথা শুনে থ হয়ে যান বিচারপতি। বিস্ময়প্রকাশ করে বলেন, চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য কখনও গ্রহণ করা হয় না, এক্ষেত্রে কী হয়েছে? সেই সময় নিজের ফাইলে চালনের কপি খুঁজতে থাকেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal)। চালানের কপি না থাকায় চরম বিড়ম্বনায় পড়ে যান তিনি। বলেন, চালান নেই। আমার কাছে যা তথ্য সেই অনুসারে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া কিছু নেই। ফের বিচারপতির প্রশ্ন, ‘চালান ছাড়া ময়নাতদন্ত হল কিভাবে?’

Supreme Court

আরও পড়ুন: হাসপাতালের জমিতে বাংলো? তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! ED হানা হতেই তোলপাড়

যদিও রাজ্য আদালতে জানায়, হাইকোর্টে যে কেস ডায়েরি দেওয়া হয়েছিল সেখানে এই চালান ছিল। আদালতের নির্দেশ, পরের শুনানির দিন চালান আনতে হবে। এই সময়ই বিচারপতি পারদিওয়ালা মন্তব্য করেন, ‘চালান না পেলে বুঝতে হবে, একটা কিছু হয়েছে। আজ সেই চালানও পেশ করতে হবে রাজ্যকে।
এর আগে ৯ সেপ্টেম্বর শুনানিতে সিবিআইকে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। চলছে শুনানি…


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর