RG Kar কাণ্ডে CBI তদন্তে একাধিক ‘মিসিং লিঙ্ক’! বিরাট নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট! ঘুরবে মামলার মোড়?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর কেটে গিয়েছে প্রায় আট মাস। তবে এখনও এই ধর্ষণ খুনের ঘটনার জট পুরোপুরি খোলেনি। সিবিআই (CBI) তদন্তের ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিহত চিকিৎসক পড়ুয়ার মা-বাবা। আদালতের সামনে তদন্তের বেশ কিছু ‘মিসিং লিঙ্ক’ও তুলে ধরা হয়। এবার ওই মামলাতেই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

উচ্চ আদালতে (Calcutta High Court) যা হল…

গত বছরের ৯ আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। জানা যায়, ধর্ষণ হয়ে খুন হয়েছেন তিনি। প্রথমে এই ঘটনার তদন্ত করছিল কলকাতা পুলিশ, পরবর্তীতে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। যদিও কেন্দ্রীয় এজেন্সির তদন্তে একাধিক ‘মিসিং লিঙ্ক’ রয়েছে বলে দাবি নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবারের।

জানা যাচ্ছে, এদিন হাইকোর্টে ঘটনার দিনের প্রসঙ্গ তুলে ধরেন মামলাকারীর আইনজীবী। তিনি বলেন, ঘটনার দিন আরজি কর (RG Kar Hospital) থেকে নির্যাতিতার পরিবারকে তিনবার ফোন করা হয়েছিল। একেকবার একেক রকম কথা বলা হয়। এরপর বাড়ির লোক হাসপাতালে পৌঁছনোর পর প্রায় ঘণ্টা তিনেক মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। ঘটনা ঘটার বহু পরে মামলা রুজু করেছিল পুলিশ।

সেই সঙ্গেই তড়িঘড়ি নির্যাতিতার মৃতদেহ সৎকার, ডিসি নর্থ নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকার অফার দিয়েছিলেন বলে অভিযোগ। এই বিষয়ে তিলোত্তমার মা-বাবার আইনজীবী বলেন, এই রকম প্রচুর ‘মিসিং লিঙ্ক’ রয়েছে, তবে সেগুলির রহস্যভেদ করতে বহু অভিযুক্তকে জেরাই করেনি গোয়েন্দারা।

আরও পড়ুনঃ ‘ভারত যদি আমাদের ওপর আক্রমণ করে তাহলে…’! হুঙ্কার পাক মন্ত্রীদের! কী করতে চাইছে পাকিস্তান?

এমনকি যেখান থেকে চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেই জায়গাও সুরক্ষিত ছিল না বলে অভিযোগ পরিবারের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে পাল্টা আদালতে জানানো হয়, এই বিষয়ে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।

Cases filed in Calcutta High Court will RG Kar case victims parents would be present

গতকাল এই মামলায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বেশ কিছু রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সূত্র মারফৎ জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশের (Kolkata Police) কেস ডায়েরি, ময়নাতদন্তের রিপোর্ট, সাক্ষীদের তালিকা, ফরেন্সিক রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এদিন উভয় পক্ষের সওয়াল-জবারের পর সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা করতে বলেছে হাইকোর্ট। ২৯ এপ্রিল ফের এই মামলার শুনানি রয়েছে।

উল্লেখ্য, আরজি কর ধর্ষণ খুন কাণ্ডের পর প্রায় আট মাস কেটে গেলেও এই মামলার রহস্যভেদ হয়নি। সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার পরিবারের বেশ কিছু বক্তব্য রয়েছে। এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। আগামী শুনানিতে কী হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X