‘ছেলেকে ফাঁসি দেওয়া হোক’! সাজা ঘোষণার আগে বিস্ফোরক সঞ্জয়ের মা! তিলোত্তমাকে নিয়ে বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ আজ সেই বহুপ্রতীক্ষিত দিন। আরজি কর মামলায় (RG Kar Case) আজ সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত (Sealdah Court)। গত শনিবার চিকিৎসক ধর্ষণ খুনের এই মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে (Sanjay Roy) দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ তাঁর সাজা ঘোষণা করা হবে। তার আগে সঞ্জয়ের মা বললেন, ছেলে দোষী হলে ফাঁসি দেওয়া হোক। তাঁর কোনও আপত্তি নেই। একইসঙ্গে নির্যাতিতাকে ‘মেয়ের মতো’ বললেন তিনি।

আরজি কর মামলার (RG Kar Case) সাজা ঘোষণার আগে বিস্ফোরক সঞ্জয়ের মা!

গত শনিবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন আরজি করের কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়। দাবি করেন, তিনি এই অপরাধ করেননি। আইপিএস অফিসাররা তাঁকে সেই সময় যা বলতে বলেছিল, তিনি সেটাই বলেছেন। তবে বিচারক অনির্বাণ দাস স্পষ্ট জানান, তদন্তকারী সংস্থা সিবিআই যে তথ্যপ্রমাণ পেশ করেছে, তাতে তিনি সন্তুষ্ট। সঞ্জয়কে শাস্তি পেতেই হবে।

আরজি কর মামলার (RG Kar Case) রায় ঘোষণার পর সঞ্জয়ের বোন স্পষ্ট জানিয়েছিলেন, তাঁরা এর বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন না। এবার মুখ খুললেন তাঁর মা। সঞ্জয়ের মা বলেন, ‘আদালত যদি ছেলেকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয়, আমার তাতে কোনও আপত্তি নেই। আইনের চোখে তাঁর দোষ প্রমাণিত হয়েছে। আমার ভাগ্যের ওপর আমি একা কাঁদব। এটাই ভবিতব্য’। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ বাড়বে তাপমাত্রা, ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায়! এই বছর আর ফিরবে না কনকনে শীত? আবহাওয়ার খবর

আরজি কর ধর্ষণ খুন মামলার বিচার চলছে শিয়ালদহ আদালতে। সেখান থেকে ৫ কিমি দূরত্বেই থাকেন সঞ্জয়ের মা। তিনি বলেন, ‘আমার শরীর ভালো নয়। তাও যদি ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে হতো, আমি তাহলে শুনানিতে যেতাম’। এদিন আরজি করের নির্যাতিতাকে ‘মেয়ের মতো’ বলেও উল্লেখ করেন তিনি। নিহত তরুণী চিকিৎসকের মায়ের প্রতি নিজের সমবেদনা জানিয়ে সঞ্জয়ের মা বলেন, ‘ওই চিকিৎসকের মায়ের কষ্ট আমি অনুভব করতে পারছি। সেই চিকিৎসক আমার মেয়ের মতোই’।

How Sanjay Roy RG Kar case main accused spending his days before Sealdah Court verdict

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সিবিআইয়ের চার্জশিটেও সঞ্জয়কেই ধর্ষক, খুনি হিসেবে উল্লেখ করা হয়েছিল বলে জানা যায়। যদিও সঞ্জয়ের দাবি, তিনি নির্দোষ। গত শনিবার আদালতে বলেন, ‘আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে। আমি যদি ধর্ষণ করি, তাহলে সেটা কেন ছিঁড়ে গেল না?’ আদালতের তরফ থেকে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ কী সাজা ঘোষণা করা হয়, সেদিকেই নজর সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর