লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড়! নবান্ন পৌঁছেও খুলল না জট! দেড় ঘণ্টা ধরে অপেক্ষা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ দু’দিন ধরে মেল চালাচালির পর বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা যখন বাসে চেপে নবান্ন রওনা দেন, তখন অনেকেই ভেবেছিলেন আজ হয়তো বৈঠক হবে। কিন্তু কিছুক্ষণের মধ্যে বদলে গেল সম্পূর্ণ চিত্র! নবান্ন (Nabanna) পৌঁছলেও এখনও বৈঠক শুরু হল না। একদিকে সভাঘরের ভেতর অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা।

  • বৃহস্পতিতে কি বৈঠক হবে (Nabanna)?

এদিন বিকেলে কিঞ্জল নন্দ, আরিফ আহমেদ, অনিকেত মাহাতদের নেতৃত্বে নবান্নে পৌঁছয় আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধিদল। সেখানে দাঁড়িয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলতে থাকেন তাঁরা (RG Kar Case)। কিছুক্ষণ পরেই জানা যায়, ডাক্তারদের একটি শর্ত মেনে নেওয়া হয়েছে। ৩০ জনের প্রতিনিধিদল বৈঠকে যোগ দিতে পারবেন।

  • লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় ডাক্তাররা

প্রতিনিধিদলের দাবি মেনে নিলেও বৈঠক লাইভ স্ট্রিম করার দাবি অবশ্য মানেনি নবান্ন। দরকার পড়লে ভিডিও রেকর্ডিং করা যেতে পারে বলে জানানো হয়। এদিকে জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, লাইভ স্ট্রিমিং না হলে বৈঠক সম্ভব নয়। নবান্নের (Nabanna) বাইরেই এরপর জিবি করেন আন্দোলনকারীরা। তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব মনোজ পন্থ, এডিজি সাউথ বেঙ্গল, হাওড়ার পুলিশ কমিশনার।

আরও পড়ুনঃ চুলোয় যাবে গরম! দু’দিন দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তুমুল বর্ষণ, হাওয়া অফিসের মেগা আপডেট

এরপর সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব (Chief Secretary Manoj Pant) বলেন, ‘বিকেল ৫টা থেকে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন। আমরা ১৫ জন বলেছিলান। ওনারা ৩০-৩২ জন এসেছেন। আমরা তাঁদের বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানাই। তবে ওনারা বৈঠকের লাইভ সম্প্রচারের দাবি করছেন। আমরা ভিডিও রেকর্ডিং করব বলেছিলাম। আমরা এবং আমাদের আধিকারিক ওনাদের সঙ্গে কথা বলেছিলাম। ওনারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। দেড় ঘণ্টা ধরে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন’।

Government of West Bengal Chief Secretary Manoj Pant email to Junior doctors Meeting in Nabanna

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেন, জনগণকে জানানোর দরকার আছে এমন বিষয়ে লাইভ সম্প্রচার হয়। এটা বিচারাধীন বিষয়। সেই কারণে জুনিয়র ডাক্তারদের বৈঠক লাইভ স্ট্রিমিং করা সম্ভব নয়। তিনি বলেন, সরকার খোলা মনে পরামর্শ চাইছে, সদিচ্ছা আছে। ডাক্তারদের সঠিক পরিষেবা দেওয়ার বিষয়ে আমরা বদ্ধপরিকর। বৈঠক করবেন বলে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) অপেক্ষা করছেন।

মুখ্যসচিব মনোজ পন্থ বলেন, ‘জুনিয়র ডাক্তাররা লাইভ সম্প্রচারের কথা বলছেন, সেটা যে হবে না তা আগেই জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন। সবকিছুর একটা সীমা আছে’। উল্লেখ্য, মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। এর আগে দু’বার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে দু’বারই তা হয়নি। বৃহস্পতিবার চিকিৎসকদের প্রতিনিধিদল নবান্নে (Nabanna) পৌঁছলেও বৈঠক শেষমেশ হয় কিনা সেটাই দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর