চরম বিপাকে সঞ্জয়! আর জি কর ইস্যুতে বড় পদক্ষেপ নিচ্ছে CBI, এবার হবে ফাঁসির সাজা?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর মামলায় (RG Kar Case) দোষী, সঞ্জয় রায়ের ফাঁসি নয় যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে কলকাতার শিয়ালদহ আদালত। তারপরেই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এবার এই একই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আরজি কর কাণ্ডে (RG Kar Case) সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্ট যাচ্ছে CBI

সূত্রের খবর, আগামীকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে অনলাইন পদ্ধতিতে অত্যন্ত দ্রুততার সাথে এই মামলা দায়ের করা হবে। সিবিআই-এর তরফ থেকে হাইকোর্টের অনলাইন ই-ফাইলিং সিস্টেমের মাধ্যমে আগামীকাল এই মামলা (RG Kar Case) দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আজ বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে রাজ্যের করা মামলার (RG Kar Case) শুনানি ছিল। তখনই সিবিআই জানায় কলকাতা হাই কোর্টে আরজি কর মামলার দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানাবেন তাঁরা। পাশাপাশি এটাও জানানো হয় রাজ্যের তরফে,পুলিশের তরফে যে সর্বোচ্চ শাস্তির মামলা করা হয়েছে সেই মামলা করার অধিকার এখন আর রাজ্যের বা পুলিশের নেই।

আরজি কর মামলার শুরুতে কলকাতা পুলিশের হাতে তদন্তভার থাকলেও পরে হাইকোর্টের নির্দেশে তা তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। তাই বর্তমানে আরজি কর মামলার রায়ে যদি কেউ অসন্তুষ্ট হয়ে থাকে তাহলে মামলা করার অধিকার মাত্র তিনজনেরই রয়েছে। এক ক্ষতিগ্রস্ত পরিবার, দ্বিতীয়ত যিনি অভিযুক্ত তিনি এবং তৃতীয়ত তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: আবাসের চূড়ান্ত তালিকায় নাম উঠেও শান্তি নেই! একধাক্কায় বাদ গেল প্রায় আড়াই হাজার নাম

প্রসঙ্গত গত সপ্তাহের শনিবার আরজি কর মামলায় কলকাতার শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিলেন।  তার একদিন পর সোমবার ১৮ জানুয়ারি সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। মামলার শুনানিতে বিচারপতি দাস বলেছিলেন আরজি করের এই ঘটনা কে তার বিরলের মধ্যে বিরলতম মনে হয়নি।

RG Kar

জাস্টিস দাসের মন্তব্য শুনে নির্যাতিতার পরিবারের পাশাপাশি আশাহত হয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও। তারপর তাঁর নির্দেশ মত দোষী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। আর এবার সেই একই দাবিতে আগামীকাল কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর