লাগাতার ২ দিন…! আরজি কর কাণ্ডে ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ! আদালতে যা জানালেন…

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) পর প্রায় সাড়ে তিন মাস অতিক্রান্ত। ইতিমধ্যেই এই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কয়েকজনের সাক্ষ্য গ্রহণও করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার ময়নাতদন্তকারী প্রধান চিকিৎসক। মঙ্গলবার লাগাতার দ্বিতীয়দিন সাক্ষ্য দিলেন তিনি।

  • কী জানালেন আরজি করের (RG Kar Case) ময়নাতদন্তকারী চিকিৎসক?

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। সেদিনই নির্যাতিতার ময়নাতদন্ত (Postmortem) করা হয়। শুরু থেকেই আরজি করের নির্যাতিতার ময়নাতদন্ত নিয়ে নানান মহলে প্রশ্ন উঠেছে। এবার পরপর দু’দিন ময়নাতদন্তকারী প্রধান চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করা হল।

রিপোর্ট বলছে, সোমবার শুনানিতে সাক্ষ্য দানের সময় গত ৯ আগস্টের ঘটনাপ্রবাহ তুলে ধরেন ময়নাতদন্তকারী চিকিৎসক। আরজি কর কাণ্ডের (RG Kar Case) নির্যাতিতার মৃতদেহ মর্গে নিয়ে আসা থেকে শুরু করে ময়নাতদন্ত এবং পরবর্তীতে রিপোর্ট তৈরি করা অবধি যাবতীয় তথ্য তিনি তুলে ধরেন বলে খবর। সেই সঙ্গেই ময়নাতদন্তের রিপোর্টে নিহত চিকিৎসকের শরীরে যে সকল ক্ষত ছিল, সেগুলি কীভাবে হতে পারে, ময়নাতদন্তকারী ডাক্তার সেকথাও আদালত তুলে ধরেন বলে জানা যাচ্ছে। এরপর ফের মঙ্গলবার তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ ‘বিরোধীদের মুখে সেলোটেপ…’! বিধায়কের মাইক বন্ধ! বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট BJP-র

এদিকে রিপোর্ট বলছে, ময়নাতদন্তকারী চিকিৎসকের পাশাপাশি গতকাল টালা থানার তিন জন পুলিশকর্মীরও সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ ফের তাঁদের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে খবর। এছাড়া জানা যাচ্ছে, চলতি সপ্তাহে আরজি কর কাণ্ডের সঙ্গে যুক্ত পুলিশকর্তাদেরও আদালতে সাক্ষ্য নেওয়া হবে।

RG Kar case junior doctors protest

চলতি সপ্তাহে বৃহস্পতিবার অবধি আদালতে রোজ আরজি কর কাণ্ডের (RG Kar Case) শুনানি হবে বলে খবর। এর মধ্যে ধর্ষণ খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে একদিন সশরীরে আদালতে হাজির করানো হতে পারে। বাকি দিনগুলি তাঁকে ভার্চুয়ালি হাজিরা দিতে হতে পারে বলে জানা যাচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর