দেবাশিসের পর অনিকেত-আসফাকুল্লা! বদলে গেল ৩ প্রতিবাদী ডাক্তারের পোস্টিং! স্বাস্থ্য ভবনে বিক্ষোভ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তাঁরা। দেবাশিস হালদার, অনিকেত মাহাতো (Aniket Mahata), আসফাকুল্লা নাইয়াদের (Asfakulla Naiya) আজ একডাকেই অনেকে চেনেন। এবার এই তিন প্রতিবাদী চিকিৎসকের পোস্টিং নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। আগেই জানা গিয়েছিল, দেবাশিসের পোস্টিং বদলে গিয়েছে। এবার জানা গেল, অনিকেত-আসফাকুল্লার সঙ্গেও একই ঘটনা ঘটেছে।

আরজি কর কাণ্ডের (RG Kar Case) ৩ প্রতিবাদী ডাক্তারের পোস্টিং নিয়ে বিতর্ক

জানা যাচ্ছে, সিনিয়র রেসিডেন্ট হয়ে যাওয়ার পর চিকিৎসকদের নানান জায়গায় পোস্টিং দেওয়া হয়। সেই প্রক্রিয়ায় একটি কাউন্সেলিং হয়। সেখানে জানতে চাওয়া হয়, ওই চিকিৎসক কোথায় পোস্টিং চান। সেই কাউন্সেলিং অনুসারে অনিকেতের পোস্টিং ছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও আসফাকুল্লার আরামবাগ মেডিক্যাল কলেজ।

কিন্তু দেবাশিসের মতোই এই দু’জনের ক্ষেত্রেও দেখা যায়, মেরিট লিস্টে পোস্টিংয়ের জায়গা অন্যত্র দেওয়া হয়েছে। অনিকেতকে রায়গঞ্জ ও আসফাকুল্লা পুরুলিয়ায় পোস্টিং পেয়েছেন। ওই তালিকায় ৮৭১ জনের নাম থাকলেও শুধুমাত্র এই দু’জন প্রতিবাদী চিকিৎসকের সঙ্গে এমনটা হয়েছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ জামাইষষ্ঠীর দিন ‘শাহি সভা’! চাপে BJP বিধায়করা, নির্দেশের পাশাপাশি ‘সমাধান’ দিয়ে দিলেন শুভেন্দু

মঙ্গলবার এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের তরফ থেকে স্বাস্থ্য ভবনে (Swasthya Bhaban) বিক্ষোভ দেখানো হয়। অনিকেতদের দাবি, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তাঁদের জানিয়েছেন, কাউন্সেলিংয়ে যাই হয়ে থাকুক না কেন, রাজ্য সরকার যেখানে চায় সেখানেই সিনিয়র রেসিডেন্টদের পোস্টিং দিতে পারে।

RG Kar case protesting junior doctors big decision about fund

অনিকেত-আসফাকুল্লার আগে দেবাশিসের পোস্টিংয়ের জায়গা বদল নিয়েও বিতর্ক হয়েছে। আরজি কর কাণ্ডের (RG Kar Case) এই প্রতিবাদী চিকিৎসক হাওড়া জেলা হাসপাতালে পোস্টিং চান। তবে তাঁকে মালদহের গাজলে পোস্টিং দেওয়া হয়। উপরন্তু ওই হাসপাতালে কোনও শূন্যপদও ছিল না বলে অভিযোগ। এবার দেখা গেল, অনিকেত-আসফাকুল্লার পোস্টিংয়ের জায়গা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X