বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar Case) হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের পর প্রতিবাদে সরব হয়েছিল জুনিয়র চিকিৎসকদের একাংশ। সেই আন্দোলনের অন্যতম মুখ হলেন জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া (Asfakulla Naiya)। এবার তাঁর কাকদ্বীপের বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছেন আসফাকুল্লা নিজে। পাশাপাশি কড়া হুঁশিয়ারি দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম মুখ তথা আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো (Aniket Mahata)।
আরজি করের (RG Kar Case) জুনিয়র চিকিৎসকের বাড়িতে পুলিশি হানা!
গ্রামের বাড়িতে পুলিশের তল্লাশি চালানো নিয়ে বৃহস্পতিবারই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন আসফাকুল্লা। তিনি বলেন, ‘পুলিশের পোশাক পরে বাড়িতে ভয় না দেখিয়ে সাহস থাকলে আরজি করে আসুন’। এদিকে পুলিশ প্রতিহিংসা পরায়ণ আচরণ বন্ধ না করলে কার্যত বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন অনিকেত।
আরজি করের (RG Kar Case) এই জুনিয়র চিকিৎসক স্পষ্ট বলেন, ‘পুলিশ প্রতিহিংসা পরায়ণ আচরণ বন্ধ না করলে আমরাও ছেড়ে কথা বলব না’। আসফাকুল্লার গ্রামের বাড়িতে পুলিশে তল্লাশি অভিযান নিয়ে বিস্তর শোরগোল পড়ে গেলেও, পুলিশের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
আরও পড়ুনঃ ‘গিনিপিগের মতো মানুষের শরীরে…’! স্যালাইন কাণ্ডে নয়া মোড়! রাজ্যকে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
সম্প্রতি আসফাকুল্লার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি পিজিটি হয়েও ইএনটি সার্জেনের পরিচয় দিয়ে চেম্বার চালাচ্ছেন। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে তাঁকে শোকজ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে তাঁর থেকে জবাব তলব করেছে কাউন্সিল। এর মধ্যেই সামনে এল ওই জুনিয়র চিকিৎসকের গ্রামের বাড়িতে পুলিশি তল্লাশির অভিযোগ।
আরজি কর আন্দোলনের অন্যতম মুখ তথা জুনিয়র চিকিৎসক (Junior Doctors) আসফাকুল্লা এই বিষয়ে বলেন, ‘আমি তো আরজি করে থাকি। পুলিশের কিছু জানার থাকলে আমার কাছে আসতে পারতো। সেটা না করে ১০০ কিলোমিটার দূরে আমার বাড়িতে গিয়ে তল্লাশির নামে বাড়ির লোককে কেন হেনস্থা করল?’
আসফাকুল্লা অভিযোগ করেন, তিনি আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদ আন্দোলনের প্রথম সারিতে ছিলেন বলে বাড়িতে পুলিশ পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে এভাবে আন্দোলন থামানো যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।