মেলেনি বিচার! আরজি কর কাণ্ডে ফের রাত দখল, কবে, কোথায় জমায়েত?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar Case) হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। নৃশংস এই ঘটনার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল সকলে। এর প্রতিবাদে গত ১৪ আগস্ট রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়। তারকা থেকে সাধারণ মানুষ, পথে নেমে প্রতিবাদ জানিয়েছিলেন অনেকে। সেই কর্মসূচির ৪ মাস পূর্তিতে এবার নেওয়া হল নয়া উদ্যোগ।

  • আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর ৪ মাস অতিক্রান্ত

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁকে। বর্তমানে এই মামলার তদন্ত করছে সিবিআই, জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এই নারকীয় ঘটনার প্রতিবাদে গত ১৪ আগস্ট রাত দখল (Raat Dokhol) কর্মসূচির ডাক দেওয়া হয়। এবার তার ৪ মাসের মাথায়, আগামী ১৪ ডিসেম্বর ফের এক জমায়েতের ডাক দেওয়া হল।

আগামী শনিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরের রানুচ্ছায়া মঞ্চে সেই জমায়েতের ডাক দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। নাম রাখা হয়েছে ‘স্পর্ধার চিৎকার’। রিপোর্ট বলছে, এই কর্মসূচির আয়োজকদের মধ্যে লেখিকা তথা নারী আন্দোলনের কর্মী শতাব্দী দাস রয়েছেন। তিনি এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘আরজি করের ঘটনা যেহেতু কর্মক্ষেত্রে সুরক্ষার বিষয়টি সামনে এনেছিল, সেই কারণে শনিবার নানান পেশার নারীদের ডাকা হয়েছে। শিক্ষিকা, পরিচারিকা, কর্পোরেট কর্মী থেকে শুরু করে আশাকর্মী, যৌনকর্মীরা থাকবেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন। রূপান্তরকামী সহ যৌন সংখ্যালঘু মানুষরাও এখানে আসবেন বলে খবর’।

আরও পড়ুনঃ আরজি কর আর্থিক দুর্নীতিতে নয়া মোড়! সন্দীপের বিরুদ্ধে বিরাট অভিযোগ! আদালতে বিস্ফোরক CBI

আগামী শনিবারের এই জমায়েত দুপুর থেকে সন্ধ্যা অবধি হবে। জানা যাচ্ছে, এই কর্মসূচি নিয়ে নানান ভাবনা চিন্তা করা হয়েছে। শিশু-কিশোররা আসলে ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’, ‘কনসেন্ট’ নিয়ে আলোচনা করা হবে। সেই সঙ্গেই গান-আবৃত্তির আয়োজনও থাকবে।

RG Kar case junior doctors protest

আরজি করের (RG Kar Case) ঘটনাকে সামনে রেখে এই জমায়েতের ডাক দেওয়া হলেও তাতে কত মানুষ উপস্থিত হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। ১৪ আগস্টের রাতে রাজপথে নেমেছিল মানুষের ঢল। তবে বিগত ৪ মাসে অনেককিছু বদলেছে। রাজ্য সরকারের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের বহু দাবি মেনে নেওয়া হয়েছে। সেই সঙ্গেই কলকাতা পুলিশ যে ঠিক তদন্ত করেছিল, সেটাও সিবিআই চার্জশিটে কার্যত প্রমাণ হয়ে গিয়েছে। এছাড়া মাত্র দু’দিন পরেই এই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ফলে এর মধ্যে সবকিছু প্রস্তুত করা যাবে কিনা সেই নিয়েও একটা প্রশ্ন রয়ে গিয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর