‘এক আইপিএস সবটা জানে’, কে সে? আদালতে দাঁড়িয়ে যা বলেছিলেন সঞ্জয়…

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর (RG Kar Case) হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Ray)। তবে রায় ঘোষণার দিনও জোর গলায় সঞ্জয়ের দাবি, ‘স্যার আমি নির্দোষ।’ নিজেকে নির্দোষ প্রমাণ করার স্বপক্ষে যুক্তিও দিতে দেখা যায় তাকে। গলায় ছিল রুদ্রাক্ষের মালা। সেটকে হাতিয়ার করেই নিজেকে নির্দোষ প্রমাণের মরিয়া চেষ্টা সঞ্জয়ের।

আদালতে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি চিৎকার করে সঞ্জয় বললেন, ‘একজন আইপিএস সবটা জানে। ‘ তার কথায়, ‘আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। আমি রুদ্রাক্ষের মালা পরে এই কাজ করব স্যার? যদি করতাম তাহলে রুদ্রাক্ষের মালা ছিন্ন হয়ে যেত। ঠিক থাকত না।’ কার কথা বললেন সঞ্জয়? যদি কেউ থেকেই থাকে রায় ঘোষণার দিনও তার নাম কেন বলল সঞ্জয়?

সঞ্জয় দাবি করেছেন, ‘একজন আইপিএস সবটা জানে।’ কে সে? যদিও কারও নাম মুখে আনেনি সঞ্জয়। প্রসঙ্গত, এর আগে প্রিজন ভ্যান থেকে চিৎকার করে এক পুলিস আধিকারিকের কথা বলতে শোনা গিয়েছিল সঞ্জয়কে। সরাসরি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নিয়েছিলেন সঞ্জয়।

গত নভেম্বরের কথা। একেবারে প্রাক্তন সিপির নাম ধরে চিৎকার সঞ্জয় বলেন, ‘আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল (Vineet Goyal), ডিসি স্পেশাল সাজিস (ষড়যন্ত্র) করে আমাকে ফাঁসিয়েছে আর সরকারও ওদের সাপোর্ট করছে।’ কেন ফাঁসিয়েছে? ‘ওরা কেন ফাঁসিয়েছে ওরা বলতে পারবে।’ এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন সঞ্জয় রায়।

RG Kar Case

সঞ্জয় আরও বলেছিলেন, ‘আমাকে বলতে দিচ্ছে না, আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বড় বড় অফিসাররা ফাঁসিয়েছে।’ শনিবার আদালতে দাঁড়িয়ে যে আইপিএসের কথা সঞ্জয় বলেছেন, তার অবশ্য নাম নেয়নি সঞ্জয়। প্রসঙ্গত, আর জি কর কাণ্ড, সঞ্জয় রায়ের গ্রেফতারির পরই জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তড়িঘড়ি সিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিনীত গোয়েলকে।

rg kar case

আরও পড়ুন: পোয়া বারো রাজ্যের কৃষকদের! শস্যবিমা নিয়ে বিরাট নির্দেশ কৃষিমন্ত্রীর

গতকাল আদালতের রায়ের পর বিজেপি নেতা সুকান্ত মজুমদার মন্তব্য করেন, আদালত তদন্তকারী সংস্থাকে আইপিএস অ্যাঙ্গেলে তদন্ত করার নির্দেশ দিক। আর জি কর ঘটনার ১৬২ দিনের মাথায় রায় ঘোষণা করেছে শিয়ালদা আদালত। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু)
১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। সোমবার সাজা ঘোষণা। আগামীকাল দুপুর সাড়ে ১২ টায় সাজা ঘোষণা করবে আদালত। সঞ্জয়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। সঞ্জয় কি মুখ খুলবে? তাকিয়ে গোটা দেশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর