সন্দীপ-অভিজিতের ফোনে…! ঘুরে গেল আরজি কর কাণ্ডের মোড়? CBI-এর দাবিতে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই। এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন আরজি করের (RG Kar Case) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এবার জানা যাচ্ছে, এই দু’জনের মোবাইল ফোনের সিএফএসএল রিপোর্টে বিরাট তথ্য হাতে পেয়েছে তদন্তকারী সংস্থা!

  • আরজি কর কাণ্ডে (RG Kar Case) নয়া মোড়?

কেন্দ্রীয় এজেন্সির (CBI) অভিযোগ, সন্দীপ-অভিজিৎ দু’জনেই এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়! রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডের পর দু’জনের ফোনে বেশ কিছু কল রেকর্ডিং এবং ভিডিও পাওয়া গিয়েছে। সেই সঙ্গেই ঘটনাস্থলের ভিডিও-ও মিলেছে বলে খবর।

আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত অভিজিতের (Abhijit Mondal) আইনজীবী এদিন বলেন, ‘ধর্ষণ-খুনে অভিজিৎ আগে থেকে জড়িত ছিলেন কিনা সেটা তো দেখাতে হবে। এতদিন সময় পেল তাতে আসল অপরাধের সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কিনা, সেই সম্পর্কে সিবিআই কী পেয়েছে? নেক্সাস না দেখালে সেটা প্রমাণিত হবে না। অভিজিৎবাবু আসার আগে অনেকে ঘটনাস্থলে প্রবেশ করেছিল। তাহলে প্রমাণ লোপাটে কীভাবে উনি জড়িত থাকতে পারেন? ফের জেল হেফাজতে নেওয়ার কারণ কী?’

আরও পড়ুনঃ ‘২-৩ ঘণ্টা বসিয়ে রাখবেন না’! ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা! কবে কোথায়?

অন্যদিকে সন্দীপের (Sandip Ghosh) আইনজীবী আবার বলেন, ‘এখনও আমরা গ্রাউন্ড অফ অ্যারেস্ট জানি না। ষড়যন্ত্রে জড়িত বলে সিবিআই চালাচ্ছে। সিবিআইয়ের তরফে দরকার পড়লে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই গ্রাউন্ড থেকে সন্দীপের জামিন আটকে থাকবে?’

RG Kar case CBI has got Sandip Ghosh Abhijit Mondal call record

পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন, সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে ডেটা এক্সটরশনের অভিযোগ আছে (RG Kar Case)। ‘সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। সন্দীপ এবং অভিজিৎ জামিন পেলে সাক্ষীকে প্রভাবিত করতে পারে। প্রমাণ নষ্ট করতে পারে। এরা বৃহত্তর ষড়যন্ত্রে শামিল’।

কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী আরও বলেন, ‘সঞ্জয়ের বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে প্রমাণ পাওয়া গিয়েছে। ৬০ দিনের আগে চার্জশিট দেওয়া হয়েছে। সন্দীপ অধ্যক্ষ এবং অভিজিৎ ওসি ছিলেন। এনারা একে অপরকে চেনেন। কথা হয়েছিল। আমরা এটাই দেখছি যে ষড়যন্ত্রে পূর্ব পরিকল্পিতভাবে জড়িত ছিলেন কিনা। চার্জশিট দেওয়া মানে তদন্ত শেষ আমরা বলিনি। প্রাথমিকভাবে মূল কেসে সঞ্জয়ের প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি জানিয়েছি’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর