বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ খুন (RG Kar Case) এবং আর্থিক দুর্নীতি, দুই মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। এর মধ্যে ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেও, আর্থিক দুর্নীতির মামলায় এখনও জেলবন্দি তিনি। এবার সেই সন্দীপের আইনজীবীই আদালতের ভর্ৎসনার মুখে পড়লেন। ‘এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়’, স্পষ্ট বললেন বিচারক।
আদালতের ভর্ৎসনার মুখে কেন পড়লেন সন্দীপের (Sandip Ghosh) আইনজীবী?
জানা যাচ্ছে, আরজি কর আর্থিক দুর্নীতি মামলা সংক্রান্ত নথি দেয়নি সিবিআই (CBI), এই দাবিতে এদিন সিবিআইয়ের আলিপুর আদালতে সুর চড়ান আরজি করের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী। সেই কারণেই বিচারকের ভর্ৎসনার মুখে পড়তে হয় তাঁকে।
সন্দীপের আইনজীবীর উদ্দেশে বিচারক বলেন, ‘এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। সেই কারণে গলার স্বর চড়াবেন না। গলার স্বর চড়ালে আমিও চড়াতে পারি’। এখানেই না থেমে বিচারক আরও বলেন, ‘আদালতে এভাবে সিবিআইকে বলতে পারেন না। আপনার সব অভিযোগ সত্যি নয়। সাক্ষীর কিছু মন্তব্যের নথি পাননি’।
আরও পড়ুনঃ বাজেটে ‘এই’ ২ TMC বিধায়কের উপস্থিতি আটকাতে রাজ্যপালকে চিঠি শুভেন্দুর! জোর শোরগোল
এদিন আরজি কর (RG Kar Hospital) আর্থিক দুর্নীতি মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, মঙ্গলবার ওই নথিগুলি জমা দেওয়া হবে। কিন্তু বিচারক সেকথা মানেননি। তিনি নির্দেশ দেন, এদিন বিকেল ৪টের মধ্যে সিবিআই আদালতে ওই নথিগুলি জমা দেবে।
উল্লেখ্য, আরজি কর ধর্ষণ খুন কাণ্ডের পরেই প্রকাশ্যে আসে সন্দীপ ঘোষের জমানায় হাসপাতালের অন্দরে হওয়া নানান দুর্নীতির অভিযোগ। পরবর্তীতে এই মামলার তদন্তভার পায় সিবিআই। গ্রেফতার করা হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সহ মোট পাঁচজনকে।
কলকাতা হাইকোর্ট এই মামলার বিচারে কোনও রকম দেরি চাইছে না। উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এই মামলার ট্রায়ালের জন্য ৭ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেই সময়সীমা খানিকটা বাড়ানো হয়। এর ফলে সাময়িক স্বস্তি পান সন্দীপ (Sandip Ghosh) সহ বাকি অভিযুক্তরা। এবার এই মামলাতেই আদালতের ভর্ৎসনার মুখে পড়ল সন্দীপ ঘোষের আইনজীবী।