ধর্ষণ, খুনের ঘটনার পর এই ‘ভয়ানক’ কাজে মাতেন সন্দীপ! ফাঁস হতেই তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুরু থেকেই নানান মহলে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকদিন আগে আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এবার তাঁর নয়া ‘কীর্তি’ ফাঁস করল তদন্তকারী সংস্থা (RG Kar Case)!

  • ধর্ষণ, খুনের ঘটনার পর এই ‘কাজ’ করেছিলেন সন্দীপ (RG Kar Case)!

গত ৯ আগস্ট আরজি করের চারতলার সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। বর্তমানে এই ধর্ষণ, হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই। এবার কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকেই এক বিস্ফোরক দাবি করা হল। সিবিআই সূত্রে জানা যাছে, হাসপাতালের ভেতর এমন মর্মান্তিক ঘটনা ঘটার পরেও সন্দীপ (Sandip Ghosh) নিজের ‘কাজ’ চালিয়ে যাচ্ছিলেন। নিও নেটাল কেয়ার ইউনিটের ইঞ্জেকশন অ্যাম্পিউলের বরাত নিজের এক লোককে পাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন বলে খবর।

   
  • সিবিআইয়ের বিস্ফোরক দাবি!

জানা যাচ্ছে, গত ৭ আগস্ট আরজি করের তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠের স্বাক্ষর করা টেন্ডার নোটিশ জারি হয়েছিল। নিও নেটাল কেয়ার ইউনিটের ইঞ্জেকশনে অ্যাম্পিউলের টেন্ডার ডাকা হয়েছিল। ১৪ আগস্ট ২০২৪-এর মধ্যে তা জমা করতে হতো। সিবিআই (CBI) সূত্রে জানা যাচ্ছে, হাসপাতালের চার দেওয়ালের ভেতর মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে গেলেও নিজের ‘ঘনিষ্ঠ’কে এই বরাত পাইয়ে দিতে চেয়েছিলেন তৎকালীন অধ্যক্ষ।

আরও পড়ুনঃ ’আজ সন্ধ্যা ৬টায়…’! নবান্ন থেকে বৈঠকের ডাক, এবার কি যাবেন জুনিয়র ডাক্তাররা?

কেন্দ্রীয় এজেন্সির দাবি, ৯ আগস্টের তোলপাড় করা ঘটনার পরেও বিপ্লব সিংহের মধ্যস্থতায় এক ওষুধ সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন সন্দীপ (RG Kar Case)। এই বরাত পাইয়ে দিতে প্রচুর চেষ্টা করেছিলেন! আন্দোলনের মাঝেই চুপিসারে নিজের লোককে এই টেন্ডার পাইয়ে সেখান থেকে মুনাফা নিতে চেয়েছিলেন তিনি। এমনটা দাবি সিবিআই সূত্রের।

Sandip Ghosh RG Kar Hospital former Principal allegedly rigged house staff selections

জানা যাচ্ছে, সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা ইতিমধ্যেই এই টেন্ডারের বিষয়ে তদন্ত শুরু করেছে (RG Kar Case)। প্রাক্তন এমএসভিপি সঞ্জয়কে জেরা করা হয়েছে। বর্তমান এমএসভিপির থেকেও এই নিয়ে খোঁজখবর নিচ্ছে তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের দাবি, এই টেন্ডার বন্ধ করে দেওয়া উচিত ছিল। তবে সন্দীপ তেমনটা করেনি। এবার এই খবর প্রকাশ্যে আসতেই নতুন করে শোরগোল শুরু হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর