‘আমার কিছু বলার আছে’! অবশেষে মুখ খুলল সঞ্জয়, তারপর? তোলপাড় আদালত

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল রাজ্য। পুজোর মধ্যেও এই নিয়ে চলছে প্রতিবাদ। সোমবার, আরজি কর কাণ্ডের (RG Kar Case) ৫৫ দিনের মাথায় শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে দাবি করা হয়েছে, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ই ধর্ষক, খুনি।

  • আদালতে বিস্ফোরক সঞ্জয় (RG Kar Case)!

মঙ্গলবার শিয়ালদহ অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক অরিজিৎ মণ্ডলের এজলাসে আরজি করের ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয়কে হাজির করানো হয়েছিল। এই প্রথম সরাসরি বিচারকের সামনে এলেন তিনি। জানা যাচ্ছে, সঞ্জয়কে (Sanjay Roy) তাঁর নাম এবং বাবার নাম জিজ্ঞেস করেন বিচারক। একইসঙ্গে জানান, তাঁর মামলা কে লড়বেন।

এসবের মাঝেই সঞ্জয় বলে ওঠেন তিনি কিছু বলতে চান। আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডের (RG Kar Case) অভিযুক্ত বলেন, আমার কিছু বলার আছে। সেকথা শুনে বিচারক তাঁকে কাঠগড়ায় হাজির করাতে বলেন। সঞ্জয় তখন বলেন, আমায় নিয়ে আসা হয়। আমার কিছু বলার আছে। আমাকে বলতে না দিলে দোষী করে দেবে।

আরও পড়ুনঃ বাড়ি বানাতে ১ লক্ষ ২০ হাজার দেবে সরকার, তবে…! বদলে গেল নিয়ম! সমস্যায় পড়ার আগেই জানুন

সেকথা শুনে বিচারক পাল্টা বলেন, আপনার জেলে আইনজীবী যাবেন। আপনার যা বলার আছে ওনাকে বলবেন। আজ সেটা নয়। সঞ্জয় আরও বলেন, আমি কিছু জানি না। আমি কিছু করিনি। বিচারক বলেন, সেটা আমি এখন বলতে পারব না।

RG Kar case Jagannath Chattopadhyay big claim about Sanjay Roy

এদিকে আদালতে দাঁড়িয়ে আজ সঞ্জয় যেটুকু কথা বলেছেন তা ফাঁস হতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে। আরজি করের চার দেওয়ালের ভেতর ‘সেই রাতে’ কী হয়েছিল? এখনও সেটাই ভাবাচ্ছে সকলকে। সঞ্জয়ের কথায় ধর্ষণ খুনের এই ঘটনা (RG Kar Case) নিয়ে রহস্য আরও জোরালো হল বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল আরজি করের পিজিটি ছাত্রীর দেহ। পরবর্তীতে জানা যায়, ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি। এই ঘটনার পর দেখতে দেখতে দু’মাস হতে চলল। এখনও সিবিআই তদন্ত চলছে। আগামীদিনে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে কী নয়া তথ্য উঠে আসে সেটাই দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর