সন্দীপদের মামলায় CBI-এর আর্জি শুনেই খচে ফায়ার? বিচারক যা বললেন … তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ বর্তমানে জেলবন্দি। মঙ্গলবার সিবিআই হেফাজত শেষের পর সন্দীপ ঘোষকে আদালতে তোলা হয় (RG Kar Case)। সেখানে তাঁকে পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি কেন্দ্রীয় এজেন্সি। আগামী ২৩ সেপ্টেম্বর অবধি সন্দীপের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

  • সিবিআইয়ের আর্জি শুনেই ‘কড়া’ প্রতিক্রিয়া বিচারকের (RG Kar Case)!

আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ (Sandip Ghosh)। একইসঙ্গে হাতকড়া পরানো হয়েছে আরও তিনজনের হাতে। মঙ্গলবার কাউকেই আর হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, নিয়ম অনুযায়ী সন্দীপ সহ ৪ ধৃতকে আরও এক সপ্তাহের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো যেত। তবে তেমনটা হয়নি।

   
  • আদালতে কী বলল সিবিআইয়ের আইনজীবী?

গতকাল কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী জানান, ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে তাহলে ফের ধৃতদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে। বলা হয়, তাঁরা বেশ কিছু ডিজিটাল তথ্যপ্রমাণ পেয়েছেন। সেটা খতিয়ে দেখতে ইমেজ ক্লোনিংয়ের মতো কয়েকটি পরীক্ষা বাকি আছে। যা করতে সময় লাগবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী দিনে দরকার হলে ফের ধৃতদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে বলে জানান সিবিআইয়ের (CBI) আইনজীবী।

আরও পড়ুনঃ আলোচনায় বসতে রাজি, তবে রয়েছে একগুচ্ছ শর্ত! জুনিয়র ডাক্তারদের দাবিতে তোলপাড়

একথা শুনে বিচারক পাল্টা বলেন, ‘ভবিষ্যতে কী রায় হবে সেটা এখন থেকেই ঠিক করতে চাইছেন? তখন কী পরিস্থিতি হবে, সেই বুঝে নির্দেশ’। বিচারকের কথা শুনেই কার্যত পরিষ্কার, আগামীদিনে কী রায় দেওয়া হবে সেটা তখনকার পরিস্থিতি বিচার করে ঠিক করা হবে (RG Kar Case)। সেই কারণে তদন্তকারী সংস্থার এই আর্জি নিয়ে আদালত এখন কোনও মন্তব্য করবে না বলে নির্দেশিকাতেও বিচারক উল্লেখ করেছেন।

RG Kar Case

যদিও এই প্রথম নয়, এর আগেও আরজি কর কাণ্ডে (RG Kar Case) আদালতের ‘রোষে’র মুখে পড়েছিলেন সিবিআইয়ের তদন্তকারী অফিসার এবং আইনজীবী। মহিলা চিকিৎসক ধর্ষণ, খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়কে পেশ করার দিন সময় মতো আদালতে উপস্থিত না হওয়ায় উষ্মা প্রকাশ করেছিলেন শিয়ালদহ আদালতের বিচারক। গতকাল ফের একবার সিবিআইয়ের আবেদন শুনে ‘কড়া’ প্রতিক্রিয়া দেয় আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর