বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় (RG Kar Case) তিন মাস হতে চলল। এবার এই মামলায় চার্জ গঠনের দিন ধার্য করা হতে পারে। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আজ আদালতে পেশ করা হবে বলে খবর। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
আরজি কর কাণ্ডে (RG Kar Case) এবার চার্জ গঠন?
গত ৭ অক্টোবর এই মামলার চার্জশিট দিয়েছে সিবিআই। সেখানে ধর্ষক এবং খুনি হিসেবে সঞ্জয়কেই উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের বিষয়টিও তুলে ধরেছে কেন্দ্রীয় এজেন্সি। এবার জানা যাচ্ছে, চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় চার্জ গঠনের দিন ধার্য করতে পারে শিয়ালদহ আদালত (Sealdah Court)।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই মামলা সম্বন্ধিত সকল নথি ইতিমধ্যেই বিশেষ আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে এবার আরজি কর কাণ্ডের বিচারপ্রক্রিয়া আরও খানিকটা অগ্রগতি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুনঃ ফাইল আটকে! চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়ামের সুপারিশ করা নাম নিয়ে যা হল … তুমুল শোরগোল
এদিকে এই মামলায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তাঁদের সেখানে রেখেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারপ্রক্রিয়া শুরু করতে চাইছে বলে খবর।
গত ৭ অক্টোবর সঞ্জয়ের (Sanjay Roy) বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের ধারায় চার্জশিট দিয়েছে সিবিআই। জানা যাচ্ছে, সেই ধারাতেই বিচারপ্রক্রিয়া শুরু হোক, চাইছেন গোয়েন্দারা। এবার চিকিৎসক ধর্ষণ খুনের এই ঘটনার চার্জ গঠনের দিন কবে ধার্য করা হয় সেদিকেই নজর সকলের।
এদিকে রবিবার রাতে আরজি কর কাণ্ডের (RG Kar Case) নির্যাতিতার বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা তাপস রায়। তাঁরা তিলোত্তমার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। সেই সঙ্গেই বিচার পেতে যা যা করনীয়, সেটা করার আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা।