আর জি কর কাণ্ডে প্রভাবশালীর হাত? সামনে কোন প্রমাণ? এ বার বড় পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর (RG Kar) কাণ্ডের তদন্তভার তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। যদিও শুরু থেকেই সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা-মা। এই মুহূর্তে দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে।

জানা যাচ্ছে, এই পরিস্থিতিতে এবার সিবিআইয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করতে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছেন তিলোত্তমার মা-বাবা। তাঁদের মেয়ের মৃত্যুর তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবেন তাঁরা। একইসঙ্গে এই মামলায় (RG Kar) সুপ্রিম কোর্টে তাঁদের আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা-বাবা। সংবাদমাধ্যমে এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন তিলোত্তমার বাবা।

RG Kar কাণ্ডে প্রভাবশালীর বিরুদ্ধে মিলল প্রমাণ?

তিলোত্তমার বাবা জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টে যিনি আমাদের আইনজীবী করুণা নন্দী, তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি।’ একইসাথে তিনি জানিয়েছেন শিয়ালদহ আদালতে তাঁদের যে লিগাল টিম রয়েছেন, তাঁরাও যাচ্ছেন তাঁদের সঙ্গে। এছাড়া কয়েকজন সিনিয়র চিকিৎসক যাবেন তাঁদের সঙ্গে। নির্যাতিতার বাবার কথায়, ‘মামলা যাতে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করা হবে’। পাশাপাশি তাঁরা দিল্লির সিজিও কমপ্লেক্সেও যাবেন বলে জানিয়েছেন। সেখানে গিয়ে তাঁরা সিবিআই-এর ডিরেক্টরের সঙ্গে কথা বলে এখানকার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবেন। নির্যাতিতার মা জানিয়েছেন, ‘তদন্তের অগ্রগতি কতদূর তা বুঝতে পারছি না। সেই কারণে যাব।’

আরজি কর (RG Kar) কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে ইতিমধ্যেই ফাঁসির সাজা শুনিয়েছে কলকাতার শিয়ালদহ আদালত। তারপরেই সঞ্জয়ের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি কর কাণ্ডে তথ্য়প্রমাণ লোপাটের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করেছে সিবিআই। জানা যাচ্ছে এবার তৈরী হচ্ছে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট।

আরও পড়ুন: পাল্টে যাচ্ছে রাজ্য পুলিশের পদোন্নতি সংক্রান্ত প্রশিক্ষণ পদ্ধতি, বিরাট নির্দেশ ডিজি রাজীব কুমারের

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে (RG Kar) তথ্যপ্রমাণ লোপাটের মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। তবে নির্দিষ্ঠ সময়ে চার্জশিট দিতে না পারায় ওই  মামলায় জামিন পেয়েছেন দু’জনেই। আরজিকর মামলায় এখনও পর্যন্ত মোট সাতটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। জানা যাচ্ছে ওই সমস্ত স্ট্যাটাস রিপোর্টের অনেক তথ্য দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে পারে। 

RG Kar case victim parents are going to meet CBI Director

সিবিআই আধিকারিককে উদ্ধৃত করে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিজিৎ এবং সন্দীপ ছাড়াও আরজি কর কাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের ঘটনায় আরও বেশ কয়েকজন প্রভাবশালীর নাম রয়েছে। দাবি করা হচ্ছে,দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সেই সমস্ত তথ্য উল্লেখ করা থাকবে। এছাড়াও আরজি কর হাসপাতাল‌ এবং টালা থানার সিসি ক্যামেরার ফুটেজের থেকে প্রাপ্ত তথ্যপ্রমাণের বিষয়েও উল্লেখ করা হবে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। এছাড়াও জানা যাচ্ছে প্রায় ১৮০ জনকে জেরা করে যে তথ্য মিলেছে, তার ভিত্তিতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হয়েছে। রিপোর্ট বলছে,আগামী ৩ মার্চ শিয়ালদহ অতিরিক্ত বিচার বিভাগীয় ম‍্যাজিস্ট্রেটের এজলাসে ওই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর