বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের (RG Kar Case) মূল অভিযুক্ত তিনি। প্রথমে কলকাতা পুলিশ এবং পরবর্তীতে সিবিআই, উভয়ের তদন্তেই একমাত্র ‘দোষী’ হিসেবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নাম উঠে এসেছে। এবার তাঁকেই ‘বাঁচানোর খেলা চলছে’ বলে দাবি করলেন তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেই সঙ্গেই তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থে তিলোত্তমার মা-বাবার আবেগ, যন্ত্রণাকে বিপথে চালিত করার চেষ্টা করা হচ্ছে।
আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ!
সম্প্রতি জানা যায়, আরজি কর কাণ্ডের আরও তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন নির্যাতিতার বাবা-মা। এবার সেই প্রেক্ষিতেই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল। তিনি বলেন, ‘আরজি করের ঘটনা ভয়ানক। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা প্রত্যেকে এই ঘটনার তীব্র নিন্দা করেছি। আমরা প্রত্যেকে চাই দোষীর ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী প্রথমদিন থেকে বলছেন, মৃত্যুদণ্ড হোক। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে একজনকে ধরে। মৃতার মা-বাবার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সমবেদনা রেখেই বলছি, তাঁরা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন’।
কুণাল বলেন, ’২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশ ধরল। তাঁরা বললেন, আমরা সিবিআই চাই। তাঁদের দাবি অনুযায়ী সিবিআই তদন্ত হয়েছে। এবার সিবিআই তদন্ত করে বলছে, কলকাতা পুলিশ যাকে ধরেছে সেটাই ন্যায্য। এবার সেটা তাঁরা মানতে পারছেন না। যারা বিচার চাই, বিচার চাই বলছেন, বিচার তো আদালতে হচ্ছে। সুপ্রিম কোর্ট আবার নজরদারি চালিয়েছে। সুপ্রিম কোর্টে তো তাঁদেরও আইনজীবী ছিলেন। শুনানির সময় তো পূর্ণ সুযোগ ছিল শীর্ষ আদালতে সবটা বলার’।
আরও পড়ুনঃ নতুন বেঞ্চে উঠবে DA মামলা! মার্চের কত তারিখ শুনানি? সম্ভাব্য দিনক্ষণ জানাল সুপ্রিম কোর্ট
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের দাবি, কিছু ‘রাজনৈতিক অতৃপ্ত আত্মা’ অন্ধ তৃণমূল বিরোধিতা থেকে আরজি করের (RG Kar Case) নির্যাতিতার মা-বাবার যন্ত্রণা, আবেগকে বিপথে চালনা করার জন্য এই ‘গোলমাল’ পাকাতে নেমেছে। সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সাজা ঘোষণার মুখে ফের নতুন করে তদন্ত চাওয়া হচ্ছে, বলেন তিনি।
কুণাল প্রশ্ন করেন, ‘তাহলে কি কেউ বা কারা ধৃত সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর চেষ্টা করছেন? ধর্ষণ ও খুনের ঘটনায় সিভিক ভলেন্টিয়ারকে কলকাতা পুলিশ ধরেছে। সিবিআই তাকে মান্যতা দিয়েছে। সকল তথ্যপ্রমাণ এক জায়গায় করে সুপ্রিম কোর্ট দেখেছে। ট্রায়াল কোর্ট দেখেছে। এখন সাজা ঘোষণার মুখে মৃতার মা-বাবাকে সামনে রেখে তাঁদের আবেগকে বিভ্রান্তিকর পথে চালনা করে ধৃত সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর খেলা চলছে’।
কুণালের মুখে এহেন দাবি শোনা গেলেও, আরজি করের (RG Kar Case) নির্যাতিতার বাবা-মা ধর্ষণ খুনের ঘটনায় আরও তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন। তাঁদের বক্তব্য, এই ঘটনায় আরও লোক জড়িত। তাঁদের খুঁজে বের করতে হবে।