বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য, রাজনীতি থেকে বিনোদন, আরজি কর কাণ্ডের আঁচ এসে পড়েছে সর্বত্র। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে শামিল হয়েছে আট থেকে আশি সকলে। প্রতিবাদ মিছিল থেকে মানববন্ধন, সবকিছুর সাক্ষী থেকেছে বাংলা। এবার এই আরজি কর কাণ্ডই (RG Kar Case) ফুটে উঠবে পর্দায়! নেপথ্যে তৃণমূলের যুব নেত্রী রাজন্যা হালদার।
আরজি কর কাণ্ড (RG Kar Case) পর্দায় ফুটিয়ে তুলবেন রাজন্যা!
৯ আগস্ট। আরজি কর হাসপাতালে চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। পরবর্তীতে জানা যায়, ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি। এই ঘটনায় প্রবল সমালোচিত হয়েছে রাজ্যের শাসক দল। এবার সেই তৃণমূলেরই রাজন্যার (Rajanya Haldar) হাত ধরে পর্দায় ফুটে উঠবে ‘আগমনীঃ তিলোত্তমাদের গল্প’।
- ছবি রিলিজ কবে?
হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা শেষেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। সেদিনই রিলিজ করবে রাজন্যাদের স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘আগমনীঃ তিলোত্তমাদের গল্প’। জানা যাচ্ছে, তৃণমূলের যুব নেত্রী রাজন্যা এবং ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী মিলে এই ছবি তৈরি করছেন। আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রেক্ষাপটে এই স্বল্প দৈর্ঘ্যের ছবি বানানো হচ্ছে।
আরও পড়ুনঃ বকেয়া ১০৫ কোটি! দুর্গাপুজোয় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা! তুমুল শোরগোল
তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের এই ঘটনার পর তৃণমূলকে (Trinamool Congress) প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এমতাবস্থায় সেই দলেরই দু’জন এই ঘটনার প্রেক্ষাপটে ছবি আনছেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে রাজন্যা এই নিয়ে বলেন, ‘আরজি করের প্রেক্ষাপট নিয়েই ছবির গল্প। রাজন্যা অভিনয় করতে বলে হয়তো রাজনীতির কিছু প্রশ্ন উঠছে। তবে শিল্পী রাজন্যার একটা স্বতন্ত্র পরিচয় রয়েছে। সেই দায়িত্ব থেকেই এই কাজে হাত দেওয়া। সমাজের প্রতি তো শিল্পীদেরও কিছু দায়িত্ব থাকে’।
জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে গত বছর যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনাও উঠে আসবে। স্বল্প দৈর্ঘ্যের এই সিনেমা মহালয়ার দিন ডিজিটালি রিলিজ করবে। এই বিষয়ে প্রান্তিক জানান, সদ্য প্রথম দফার শ্যুটিং সম্পন্ন হয়েছে। কোন মাধ্যমে ছবি রিলিজ করবে সেটা খোলসা না করলেও তিনি জানান, মেয়ে মানেই তো মা দুর্গার রূপ। সেই কারণে রিলিজের দিন হিসেবে মহালয়াকেই বেছে নেওয়া হয়েছে।