‘এই মৃত্যুর ঘটনা ওনাকে তাড়া করবে’! অক্সফোর্ডে প্রশ্নের মুখে মমতা! মুখ খুললেন তিলোত্তমার মা-বাবা

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) রেশ এখনও কাটেনি। বাংলার গণ্ডি পেরিয়ে এই ঘটনার আঁচ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ভাষণ দিতে গিয়ে যেমন প্রশ্নের মুখে পড়তে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এবার এই নিয়ে মুখ খুললেন আরজি করের নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মা।

কী বলল তিলোত্তমার পরিবার (RG Kar Case)?

গত বছরের আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। অতীতে এই ঘটনায় নানান মহল থেকে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সুদূর অক্সফোর্ডে গিয়েও প্রশ্নের মুখে পড়তে হল রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে আরজি কর (RG Kar Case) নির্যাতিতার বাবা বলেন, গোটা পৃথিবী জুড়ে প্রতিবাদ হবে। সম্পূর্ণ দেশজুড়ে চলছে। একটা কথা ওনাকে মনে করিয়ে দিতে চাই, যতদিন না বিচার দেবেন, ততদিন ওনার নিস্তার নেই। এই মৃত্যুর ঘটনা ওনাকে তাড়া করবে। তিনি যেখানে যাবেন সেখানেই… আমরা লড়াইটা করছি। আমরা যে লড়াই করছি, সেটা জায়গা মতো পৌঁছে দিতে পারলে ওনাকে আরও প্রশ্নের উত্তর দিতে হবে।

আরও পড়ুনঃ গণধর্ষণ করা হয়নি! আরজি কর মামলায় হাইকোর্টে জানাল CBI! বড় নির্দেশ বিচারপতির

এখানেই না থেমে তিলোত্তমার বাবা আরও বলেন, রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) আদালতে শুনানির দিন একদিকে বলেছিলেন বিচার চাই, ১৫ দিনের মধ্যে সিবিআই বিচার করে দিক। আবার অন্যদিকে প্রশ্ন করেন, ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পর বিচারক কি ফের তদন্তের নির্দেশ দিতে পারেন? এসব চলবে না, মানুষ সব বুঝে গিয়েছে বলে দাবি করেন নির্যাতিতার বাবা।

RG Kar Case

তিলোত্তমার বাবা আরও বলেন, গোটা বিশ্বের মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। তাঁরা ভিডিও কল করেন। ১৩৬টি দেশের প্রতিনিধি তাঁদের সঙ্গে মিটিং করেছেন বলে জানান তিনি। একইসঙ্গে গতকাল অক্সফোর্ডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ব্যান্ডেজের ছবি দেখানো প্রসঙ্গে তিলোত্তমার বাবা বলেন, উনি আগেই জানতেন সমস্যার সম্মুখীন হবেন, সেই কারণে এই সব বন্দোবস্ত করে গিয়েছিলেন। এসব জোকারগিরি করে মানুষকে আর ভুল বোঝানো যাবে না, বলেন তিনি।

অন্যদিকে সারা বিশ্বের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরজি করের (RG Kar Case) নিহত তরুণী চিকিৎসকের মা। তিনি বলেন, ‘মাননীয়া স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যে অন্যায় করেছেন, আমার মেয়ের যে মৃত্যু ঘটেছে তাঁরই হেফাজতে, কারণ আমার মেয়ে সরকারি প্রতিষ্ঠানে ছিল, কাজের জায়গায় ছিল। এটা দুনিয়ার কেউ মেনে নিতে পারেননি। এর জবাব তাঁকে দিতেই হবে। যেখানে যাবেন সেখানেই প্রতিবাদের মুখে পড়তে হবে। বাংলা তার নিজের মেয়ের বিচার চায়, বিশ্ব তার মেয়ের বিচার চায়’। তিলোত্তমা আজ গোটা বিশ্বের মেয়ে হয়ে গিয়েছে বলে দাবি করেন তাঁর মা।

আরও পড়ুনঃ কলকাতার বুকে তৈরি হোক অক্সফোর্ড ক্যাম্পাস! আবেদন জানালেন মুখ্যমন্ত্রী

এদিকে আজ কলকাতা হাইকোর্টে সিবিআই জানিয়েছে আরজি করের (RG Kar Case) তরুণী চিকিৎসককে গণধর্ষণ নয় বরং ধর্ষণ করা হয়েছিল। ফরেন্সিক বিভাগের তদন্তে জানা গিয়েছে, এই ঘটনা একজনই ঘটিয়েছে, জানিয়েছে সিবিআই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর