‘অসহায় বোধ করছি’! স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তিলোত্তমার বাবা-মা! এবার বড় পদক্ষেপ

বাংলা হান্ট ডেস্কঃ ৯ আগস্ট ওলটপালট হয়ে গিয়েছে তাঁদের জীবন। সন্তান হারানোর শোক এখনও টাটকা তিলোত্তমার মা-বাবার মনে (RG Kar Case)। মেয়ের ন্যায়বিচারের দাবিতে লড়াই চলছে। এরই মাঝে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার আর্জি জানালেন তাঁরা। মঙ্গলবার সকালে এই আবেদন জানিয়ে মেল করেছেন তিলোত্তমার বাবা।

  • স্বরাষ্ট্রমন্ত্রীকে কী লিখলেন আরজি কর কাণ্ডের (RG Kar Case) নির্যাতিতার বাবা?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) লেখা চিঠির শুরুতেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিলোত্তমার বাবা। এরপর নিজের পরিচয় দিয়ে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন। লিখেছেন, ‘আমি (নিজের নাম) অভয়ার পিতা এবং আমি আপনার সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে চিঠি লিখছি’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুবিধা অনুযায়ী যে কোনও জায়গায় দেখা করতে রাজি বলে জানিয়েছেন তিনি।

আরজি করের (RG Kar Hospital) নির্যাতিতার বাবা লেখেন, ‘আমাদের মেয়ের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে, তারপর থেকে আমরা ভীষণ মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অসহায় বোধ করছি। স্যার, আমি এবং আমার স্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চাই। এই পরিস্থিতি নিয়ে কিছু জিনিস আলোচনা করতে চাই এবং আপনার সাহায্য এবং গাইডেন্স কামনা করতে চাই’।

আরও পড়ুনঃ দীপাবলির আগেই ‘দানা’র তাণ্ডব? ফিরবে আমফান-ফণীর স্মৃতি? কতখানি শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়?

এই ইস্যুতে আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি সময় দেন তাহলে চিরকৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন তিলোত্তমার বাবা। শাহের অভিজ্ঞতা এবং গাইডেন্সের মূল্য প্রচুর বলে লিখেছেন তিনি। কবে, কোথায় সাক্ষাৎ করা সম্ভব সেটা জানানোর আবেদন জানিয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে পাল্টা কোনও জবাব এসেছে কিনা সেই বিষয়ে এখনও জানা যায়নি।

RG Kar case

এদিকে আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর থেকে এই ইস্যু নিয়ে উত্তাল বাংলা। এখনও রাজ্যের নানান প্রান্তে চলছে প্রতিবাদ। ন্যায়বিচারের দাবিতে সরব বহু মানুষ। এই আবহে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন তিলোত্তমার বাবা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে কী জানানো হয় সেটাই দেখার।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর