বাংলা হান্ট ডেস্কঃ দু’মাস আগে ঠিক এই দিনে ওলটপালট হয়ে গিয়েছিল তাঁদের জীবন। ৯ আগস্ট আরজি করের (RG Kar Case) চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল পিজিটি ছাত্রীর মৃতদেহ। সন্তান হারানোর শোক এখনও টাটকা তিলোত্তমার মা-বাবার মনে। সেই শোক বুকে নিয়েই ষষ্ঠী থেকে ধর্নায় বসছেন তাঁরা। এদিনই বাংলার মায়েদের কাছে বিশেষ আর্জি করলেন আরজি করের প্রয়াত চিকিৎসকের মা।
বাংলার মায়েদের কাছে কী আবেদন তিলোত্তমার (RG Kar Case) মায়ের?
তিলোত্তমার বিচারের দাবিতে গত দু’মাসে একাধিক মিছিল, মানববন্ধনের সাক্ষী থেকেছে বাংলা। মেয়ের বিচারের দাবিতে ষষ্ঠী থেকে ধর্নায় বসছেন আরজি করের (RG Kar Hospital) নির্যাতিতার মা-বাবা। সন্তানশোক কিছুতেই ভুলতে পারছেন না তাঁরা। রাজ্যের নানান প্রান্তে যখন উৎসবের মেজাজ। তখন খাঁ খাঁ করছে তাঁদের ঘর। এই আবহে বাংলার মায়েদের কাছে তিলোত্তমার মায়ের আবেদন, সন্তানের মঙ্গল কামনায় তাঁরা যেন আজ ৯টি প্রদীপ জ্বালান।
মেয়ের স্মৃতি বুকে আগলে, তাঁর বিচারের দাবিতে আজ থেকে ধর্নায় বসছেন আরজি করের (RG Kar Case) প্রয়াত পিজিটি ছাত্রীর বাবা-মা। তাঁরা আগেই জানিয়েছিলেন, যে কেউ চাইলে ধর্না মঞ্চে আসতে পারেন। তবে এই বিষয়টিতে রাজনীতির রঙ লাগুক, তাঁরা সেটা চান না বলে জানিয়েছেন।
আরও পড়ুনঃ পুজোর ছুটি নষ্টে শুরু, নষ্টেই শেষ! আগেভাগেই জানুন আগামী বছর দুর্গাপুজোর দিনক্ষণ
এদিন অবশ্য ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সেখানে পৌঁছে যান। সবার সঙ্গে কথা বলেন। একইসঙ্গে আবেদন করেন, যারা ঠাকুর দেখতে বেরোচ্ছেন, তাঁরা যেন একবার তিলোত্তমার মা-বাবার ধর্না মঞ্চে এবং ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) অনশন মঞ্চে যান।
আজ আরজি করের নির্যাতিতার (RG Kar Case) মা বলেন, ‘এমনই একটা ৯ তারিখে আমরা জীবন ওলটপালট হয়ে গেল। আমাদের বাড়িতে ষষ্ঠীপুজো হতো। আমি, আমার মেয়ে উপোস করতাম। আজও আমার উপোস রয়েছে। আমরা একটা মেয়ে চলে গিয়েছে। রাস্তায় হাজার হাজার ছেলেমেয়ে অনশন করছে। আজ ৯ তারিখ। সন্তানের মঙ্গল কামনায় রাত ৯টায় ৯টি প্রদীপ জ্বালুন’।