বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর কেটে গিয়েছে ৬ মাসের বেশি সময়। ইতিমধ্যেই চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের (Sanjay Roy) সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। এরপর জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। যদিও তাতে সম্পূর্ণ সন্তুষ্ট নন নির্যাতিতার মা-বাবা। তাঁদের সন্দেহ, এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। একাধিকবার তাঁদের খুঁজে বের করার দাবি জানিয়েছে তিলোত্তমার পরিবার। এবার দিল্লি যাচ্ছেন তাঁরা।
আরজি কর (RG Kar Case) নির্যাতিতার মা-বাবা দিল্লি যাচ্ছেন কেন?
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। জানা যায়, ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি। এরপর থেকেই এই ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বাংলার গণ্ডি পেরিয়ে এই ঘটনার আঁচ ছড়িয়ে পড়ে গোটা দেশে। ভারতজুড়ে ওঠে প্রতিবাদের ঢেউ।
প্রথমে কলকাতা পুলিশ চিকিৎসক ধর্ষণ খুনের এই ঘটনার (RG Kar Case) তদন্ত করছিল। পরবর্তীতে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সঞ্জয়ের বিরুদ্ধেই শুধুমাত্র চার্জশিট দেয় কেন্দ্রীয় এজেন্সি। তার ভিত্তিতে এই প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত। তাঁকে আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানা করেন বিচারক। এবার দিল্লি গিয়ে সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করতে চলেছেন আরজি কর নির্যাতিতার মা-বাবা।
আরও পড়ুনঃ বছর ঘুরলেই ভোট! তার আগে বদলে ভয় তৃণমূলে? দলের অন্দরেই অন্তর্ঘাতের আশঙ্কা!
জানা যাচ্ছে, বৃহস্পতিবার তথা আগামীকাল রাজধানীর উদ্দেশে রওনা দেবেন তিলোত্তমার মা-বাবা। সকাল ১০টা নাগাদ রওনা দেবেন বলে খবর। সুবিচার ছিনিয়ে আনতে এবার আরজি কর কাণ্ডের তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন তাঁরা।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে (RG Kar Case) নানান মহল থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে, এই ঘটনায় শুধু সঞ্জয় নন, আরও অনেকে জড়িত। সিবিআইয়ের নিষ্ক্রিয়তার জেরে বাকি অভিযুক্তরা ছাড়া পেয়ে যান বলে সুর চড়ানো হয়। এই আবহে এবার কেন্দ্রীয় এজেন্সির ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। সেই কারণে আগামীকাল সকালেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন তাঁরা।