বাংলা হান্ট ডেস্কঃ আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর (RG Kar Case)। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার আঁচ রাজ্য রাজনীতিতেও এসে পড়েছে। নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে সরব প্রত্যেকে। এই আবহে শোনা গেল, শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে তিলোত্তমার প্রতীকী মূর্তি আচমকা উধাও হয়ে গিয়েছে। শনিবার থেকে সেটি আর দেখতে পাওয়া যাচ্ছে না।
আচমকাই গায়েব আরজি করের (RG Kar Case) নির্যাতিতার প্রতীকী মূর্তি!
আরজি কর হাসপাতালে ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে গত ৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর অবধি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে অবস্থান করেছিলেন SFI, DYFI, AIDWA-র প্রতিনিধিরা। সেই মঞ্চেই তিলোত্তমার প্রতীকী মূর্তি তৈরি করা হয়েছিল। শনিবার থেকে সেই মূর্তিই দেখতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।
ইতিমধ্যেই এই নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন বাম যুব, ছাত্র, মহিলা সংগঠনরা। জানা যাচ্ছে, তিলোত্তমার প্রতীকী মূর্তি (Symbolic Statue) গায়েব হওয়া নিয়ে গতকাল শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুনঃ হাইকোর্টের লাইভ স্ট্রিমিংয়ের মাঝেই ভেসে উঠল অশ্লীল ছবি! তারপর …? তুমুল শোরগোল
এই প্রসঙ্গে মুখ খুলেছেন DYFI কলকাতা জেলা কমিটির সভাপতি বিকাশ ঝা এবং জেলা সম্পাদক পৌলবী মজুমদার। আরজি করের নির্যাতিতার প্রতীকী মূর্তি গায়েব হওয়া নিয়ে তাঁরা বলেন, ‘ওই অবয়ব মূর্তি যেভাবে রাখা হয়েছিল সেটা সহজে সরানো কিংবা ভাঙা সম্ভব নয়। কারা অবয়ব মূর্তি কোথায় সরিয়েছেন? সেটা কোথায় রয়েছে? কেন সরানো হয়েছে? কীভাবে সরানো হয়েছে? এই লড়াই থামবে না। শেষ দেখে ছাড়তে হবে’।
এখানেই শেষ নয়, বামেদের অভিযোগ, শাসকদল প্রতিবাদী প্রতিপক্ষকে ভয় পাচ্ছে। তবে এভাবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে হওয়া সাধারণ মানুষের আন্দোলনকে শেষ করে দেওয়া যাবে না। পরিকল্পিতভাবেই আরজি করের (RG Kar Case) নির্যাতিতার প্রতীকী মূর্তিটি সরানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।