সুপ্রিম কোর্টে শুনানি চলছে, আরজি করের নির্যাতিতা বিচার পাবে নিম্ন আদালতেই! কেন জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সোমবার এই মামলার দ্বিতীয় শুনানি হয়েছে। পরবর্তী শুনানি রয়েছে আগামী মঙ্গলবার। তবে শীর্ষ আদালতে শুনানি চললেও, নির্যাতিতা (RG Kar Case) বিচার পাবেন নিম্ন আদালতেই। বিচার ব্যবস্থার নিয়ম এমনটাই বলছে।

  • প্রথম রায় দেবে নিম্ন আদালত (RG Kar Case)

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের মামলা বর্তমানে শিয়ালদা কোর্টে রয়েছে। নিম্ন আদালত প্রথমে এই মামলায় রায় দেবে। এরপর সেই মামলা উচ্চতর আদালতে যাবে। অর্থাৎ বিচার ব্যবস্থায় নিয়ম অনুযায়ী, ধাপে ধাপে এই মামলায় শীর্ষ আদালতে (Supreme Court) পৌঁছবে। যদিও এখনও সেটার জন্য অনেকটা পথ বাকি।

   
  • চার্জশিট পেশ, চার্জ গঠনের পর রায়দান

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের নিথর দেহ। পরে জানা যায়, ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি। বর্তমানে এই মামলার (RG Kar Case) তদন্ত করছে সিবিআই। আদালতে এখনও চার্জশিট পেশ করেনি কেন্দ্রীয় এজেন্সি। তদন্তকারী সংস্থা নিম্ন আদালতে চার্জশিট পেশ করার পর অভিযুক্ত বা অভিযুক্তদের চার্জ গঠন করা হবে। নেওয়া হবে সাক্ষীদের বয়ান। এভাবেই ধাপে ধাপে বিচারপ্রক্রিয়া এগোতে থাকবে। এরপর একটা সময় রায়দান করবে নিম্ন আদালত।

আরও পড়ুনঃ বুধে ঝেঁপে বৃষ্টি বাংলায়! ৫ জেলায় জারি হলুদ সতর্কতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

এক্ষেত্রে নির্ভয়া মামলার কথা বলা যেতে পারে। ২০১৩ সালের ৩ জানুয়ারি দিল্লি পুলিশ নিম্ন আদালতে (ফাস্ট ট্র্যাক কোর্ট) চার্জশিট দাখিল করে। এরপর ধাপে ধাপে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার প্রক্রিয়া এগোয়। সবশেষে ১৩ সেপ্টেম্বর রায়দান করে নিম্ন আদালত। চারজন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত।

RG Kar case questions arise regarding the statement of the FIR

এরপর সেই মামলা দিল্লি হাইকোর্টে যায়। সেখানেও নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়। সুপ্রিম কোর্টও জানিয়ে দেয় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের শাস্তি বহাল থাকবে। এরপর সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হলেও তা খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। দণ্ডিতরা প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিল। কিন্তু সব জায়গায় সেই আবেদন খারিজ হয়ে যায়। শেষমেষ ২০২০ সালের ২০ মার্চ ফাঁসি হয় তাঁদের।

আরজি কর মামলাও (RG Kar Case) এভাবে ধাপে ধাপে এগোবে। বর্তমানে স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা শুনছে শীর্ষ আদালত। সিবিআই তদন্ত কীভাবে এগোচ্ছে, রাজ্য সরকারের বক্তব্য, রাজ্য সরকারের ভূমিকা এসব কিছু শুনছে সুপ্রিম কোর্ট। সার্বিকভাবে গোটা তদন্ত প্রক্রিয়ার ওপর নজরদারি চালাচ্ছে সর্বোচ্চ আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর