বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে সরব প্রত্যেকে। বর্তমানে সুপ্রিম কোর্টে এই মামলার (RG Kar Case) শুনানি চলছে। আগামী ৩০ সেপ্টেম্বর পরবর্তী শুনানি রয়েছে। তার মাঝেই সামনে এল বড় আপডেট। এবার আইনজীবী বদল করল নির্যাতিতার পরিবার।
বিকাশের বদলে সওয়াল করবেন বৃন্দা (RG Kar Case)
এতদিন তিলোত্তমার পরিবারের হয়ে সর্বোচ্চ আদালতে সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে এবার তাঁদের হয়ে লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী বৃন্দা গ্রোভার (Vrinda Grover)। এর আগে মহিলা এবং শিশুদের ওপর হওয়া নির্যাতন, মানবাধিকারের একাধিক মামলা লড়েছেন তিনি। ১৯৮৭ সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে ২০০৪ সালের ইসরাত জাহান মামলা, ২০০৮-এর কাঁধামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলাতেও সওয়াল করেছিলেন এই বৃন্দা। এবার তাঁকেই আরজি করের নির্যাতিতার পরিবারের হয়ে আদালতে লড়তে দেখা যাবে।
- বিনা পারিশ্রমিকে লড়বেন বৃন্দা
জানা যাচ্ছে, এই মামলা লড়ার জন্য তিলোত্তমার মা-বাবার থেকে এক টাকাও পারিশ্রমিক নেবেন না এই দাপুটে আইনজীবী। বিনা পারিশ্রমিকে তিনি এই মামলা (RG Kar Case) লড়বেন বলে খবর। জানা যাচ্ছে, বিকাশরঞ্জন ভট্টাচার্যও বিনা পারিশ্রমিকেই নির্যাতিতার মা-বাবার হয়ে আদালতে সওয়াল করেছিলেন।
আরও পড়ুনঃ পুজোয় ছুটি অতীত! উৎসবের মুখেই ছুটি বাতিলের ঘোষণা রাজ্যের, জারি নয়া নির্দেশিকা
তিলোত্তমার পরিবার সূত্রে জানা যাচ্ছে, তাঁরা চাইছেন ‘হেভিওয়েট’ কোনও আইনজীবী তাঁদের মেয়ের ন্যায়বিচারের জন্য লড়াই করুক। সেই সঙ্গেই বিকাশরঞ্জনের (Bikash Ranjan Bhattacharya) দিল্লি যেতে কিছুটা সমস্যা হচ্ছিল বলেও জানা যাচ্ছে। সব মিলিয়ে, আইনজীবী বদলের সিদ্ধান্ত নেয় নির্যাতিতার পরিবার। বিকাশের পরিবর্তে বৃন্দার হাতে মামলা তুলে দেন তাঁরা।
এই প্রসঙ্গে বিকাশরঞ্জন বলেন, ‘আমার এই বিষয়ে কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, আমি করেছি। বাকিটা ওনাদের সিদ্ধান্ত’। আরজি কর মামলায় (RG Kar Case) এর আগে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে আইনজীবী বদল করা হয়েছে। গীতা লুথরার বদলে দুঁদে আইনজীবী ইন্দিরা জয়সিংকে নিয়োগ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এবার নির্যাতিতার পরিবারও আইনজীবী বদলের সিদ্ধান্ত নেওয়া হল। আগামী সোমবার সুপ্রিম কোর্টে তিলোত্তমার পরিবারের হয়ে লড়াই করবেন বৃন্দাই।