সঞ্জয়ের সাজা ঘোষণার আগে বড় খবর! RG Kar নিয়ে সুপ্রিম কোর্টে নয়া মামলা! তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে গত আগস্ট মাস থেকে উত্তাল রাজ্য রাজনীতি। শোনা যাচ্ছে, চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় শীঘ্রই সাজা ঘোষণা করতে পারে আদালত। ধৃত সঞ্জয় রায়ের জন্য সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে সিবিআই (CBI)। এর মাঝেই সামনে আসছে বড় খবর! আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা হচ্ছে নতুন মামলা।

আজ বা আগামীকাল মামলা দায়ের করা হতে পারে (RG Kar Case)

আগেই জানা গিয়েছিল, আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডে আরও তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন নিহত চিকিৎসক পড়ুয়ার মা-বাবা। এবার জানা যাচ্ছে, আজ বা আগামীকাল শীর্ষ আদালতে এই মামলা দায়ের করা হতে পারে। সেখানে তিলোত্তমার পরিবারের হয়ে মামলাটি লড়বেন আইনজীবী করুণা নন্দী। রিপোর্ট বলছে, কলকাতা হাইকোর্টের নজরদারিতে যাতে আরজি কর কাণ্ডের তদন্ত প্রক্রিয়া হয়, সেই আবেদনও জানানো হবে।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের প্রসঙ্গে আরজি করের (RG Kar Case) নির্যাতিতার বাবা বলেন, ‘আমরা নতুন করে তদন্ত চাইছি না, বরং আরও তদন্ত চাইছি। এই ঘটনায় আরও কেউ রয়েছেন। তাঁদের খুঁজে বের করা হোক। আর সিবিআই তদন্ত প্রক্রিয়া যদি হাইকোর্টের তত্ত্বাবধানে হয়, তাহলে আমরাও সেই শুনানিতে থাকতে পারব। সেক্ষেত্রে তদন্তে কোনও ফাঁক বা অসঙ্গতি থাকছে বলে মনে হলে, আইনজীবীর মাধ্যমে আমরা আদালতে সেটা জানাতে পারব’।

আরও পড়ুনঃ কলকাতার রাস্তায় আর চলবে না হলুদ ট্যাক্সি? সংগঠনের সঙ্গে বৈঠকে পরিবহণমন্ত্রী বললেন…

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কেই একমাত্র দোষী হিসেবে দাবি করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে কলকাতা পুলিশের তরফ থেকেও এই দাবি করা হয়েছিল। মামলার ফাইনাল সাবমিশনে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের(Sanjay Roy) ফাঁসি শাস্তির আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রায় ঘোষণার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিলোত্তমার মা-বাবা।

RG Kar case

আরজি করের (RG Kar Case) নির্যাতিতার মা-বাবা এর আগে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণ করেন, যেহেতু শীর্ষ আদালতের পর্যবেক্ষণে এই তদন্ত হচ্ছে ও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা বিচারাধীন, সেই জন্য সিঙ্গেল বেঞ্চের তরফে এই মামলায় হস্তক্ষেপ করা যাবে না। তবে সর্বোচ্চ আদালত বা উচ্চ আদালতের প্রধান বিচারপতি অনুমোদন দিলে অথবা তদন্ত প্রক্রিয়ার নজরদারি সম্বন্ধিত ব্যাখ্যা দিলে তিনি এই মামলায় তত্ত্বাবধান করতে পারেন। এবার আরও তদন্ত ও হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত প্রক্রিয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিলোত্তমার বাবা-মা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর