সন্দেহের তালিকায় ‘ওই’ ৪ জন! আরজি করের নির্যাতিতার মা-বাবা যা বললেন… ফের নয়া মোড়?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ খুন মামলার (RG Kar Case) রায়দানের দিনক্ষণ জানিয়ে দিয়েছে শিয়ালদহ আদালত (Sealdah Court)। আগামী ১৮ জানুয়ারি এই মামলার রায় ঘোষণা করা হবে। এই আবহে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। তাঁদের দাবি, আদালতের রায় ঘোষণা মেয়েকে ‘বিচার’ পাওয়ানোর প্রথম ধাপ। একইসঙ্গে তিলোত্তমার মা দাবি করেন, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের (Sanjay Roy) পক্ষে একা তাঁর মেয়েকে খুন করা সম্ভব নয়।

কোন ৪ জনকে ‘প্রচণ্ড সন্দেহ’ করছেন আরজি করের (RG Kar Case) নির্যাতিতার মা-বাবা?

বৃহস্পতিবার সন্ধ্যায় আরজি করের নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা বলেন, ‘ওইদিন রাতে (৮ আগস্ট) যারা আমার মেয়ের সঙ্গে ছিল, তাঁদের আমরা প্রচণ্ড-প্রচণ্ডভাবে সন্দেহ করছি। ডিএনএ রিপোর্ট তো পাওয়া গিয়েছে। তথ্য প্রমাণ দেখেছেন। কোনও মহিলার উপস্থিতি রয়েছে’।

আরজি করের নির্যাতিতার পরিবার এদিন কার্যত স্পষ্ট করে দেন, সিবিআই (CBI) তদন্তে তাঁরা সন্তুষ্ট নন। তিলোত্তমার বাবা বলেন, ‘আমরা এখন সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছি না। (আরও তদন্ত নিয়ে) আমরা আদালতের সামনে প্রশ্নগুলি রেখেছি’। অন্যদিকে নিহত চিকিৎসকের মা সাফ বলেন, ‘আমরা সিবিআই চাইনি। আমরা হাইকোর্টে ভালো তদন্তকারী সংস্থা চেয়েছিলাম’।

আরও পড়ুনঃ বিরাট সুখবর! মমতার নির্দেশে শুরু হচ্ছে বিপুল নিয়োগ! কোন কোন পদে?

নির্যাতিতার মা এদিনও বলেন, সঞ্জয়ের একার পক্ষে তাঁর মেয়ের খুন করা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন না। তিলোত্তমার (RG Kar Case) মায়ের কথায়, ‘আমরা মনে করি যে সঞ্জয় অপরাধী। তবে ওর একার পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব নয়। ওই হাসপাতালের কেউ জড়িত রয়েছে’।

RG Kar case

আরজি করের (RG Kar Case) নিহত চিকিৎসক পড়ুয়ার মা বলেন, ধর্ষণ খুনের এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধী শাস্তি পেলেই তাঁর মেয়ের আত্মা শান্তি পাবে। একইসঙ্গে তিলোত্তমার মা-বাবা বলেন, কলকাতা পুলিশ ৫ দিনের মধ্যে যা করেছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সেটা ৫ মাসে করেছে। তাঁদের দাবি, এই মামলার বিচারপ্রক্রিয়া শেষ হয়নি। বরং সবে শুরু হল। প্রথম অভিযুক্তের বিরুদ্ধে ১৮ জানুয়ারি সাজা ঘোষণা করা হবে। সিবিআই আদালতের কাছে জানিয়েছে, এরপর সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। আরও অপরাধীদের সামনে আনা হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর