চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিলেন তিলোত্তমার মা-বাবা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ সালের ৯ আগস্ট ওলটপালট হয়ে গিয়েছে তাঁদের জীবন। সন্তানশোক এখনও টাটকা আরজি কর (RG Kar Case) নির্যাতিতার মা-বাবার মনে। সেই কষ্ট চেপে রেখেই ন্যায়বিচারের লড়াই করছেন তাঁরা। এবার এসএসসি (SSC Recruitment Scam) ২৬০০০ চাকরি বাতিল কাণ্ডে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিলেন তিলোত্তমার মা-বাবা।

‘আমার মেয়ে দুর্নীতির শিকার’! বললেন তিলোত্তমার মা (RG Kar Case)

সোমবার বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের তিনজন প্রতিনিধি আরজি কর নির্যাতিতার বাড়িতে আসেন। তিলোত্তমার মা-বাবার সঙ্গে দেখা করে আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানে পাশে থাকার অনুরোধ জানান। সেই আর্জি মেনে নেন সন্তানহারা এই মা-বাবা।

আরজি কর (RG Kar Hospital) নির্যাতিতার বাবা বলেন, ‘প্রথম দিন থেকে আমি বলছি, ওরা যে অন্যায়ের শিকার হয়েছেন, তার বিচার হওয়া দরকার। সেই বিচার চেয়েই আগামী ২১ এপ্রিল ওরা নবান্ন অভিযানে নামছে। সেই মিছিলে আমরা থাকব। যে কোনও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে আমরা যোগ দেব। শুভবুদ্ধিসম্পন্ন সকলকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানাই’।

আরও পড়ুনঃ চক্ররেল যাত্রীদের জন্য বড় খবর! এবার কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা! হঠাৎ কী হল?

অন্যদিকে তিলোত্তমার মা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা সবসময় রাস্তায় থাকবেন। তাঁর কথায়, ‘আমার মেয়ে দুর্নীতির শিকার। মেধা থাকা সত্ত্বেও যারা রাস্তায় আছেন, তাঁরাও দুর্নীতির শিকার হয়েছেন। আমার মেয়ে আর ফিরবে না। তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সর্বদা রাস্তায় থাকব’।

RG Kar case victim parents are going to meet CBI Director

উল্লেখ্য, সম্প্রতি ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যোগ্য-অযোগ্য বাছাই সম্ভব না হওয়ায় সকলের চাকরি বাতিল করেছে আদালত। এবার এই চাকরিহারারাই আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সেই কর্মসূচিতে পাশে থাকার অনুরোধ নিয়ে আরজি কর (RG Kar Case) নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের তিনজন প্রতিনিধি। তাঁদের আবেদন মেনে নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিলোত্তমার বাবা-মা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X