সন্দীপের ‘খেল খতম’! CBI এবার যা করতে চলেছে … ঘুরে যাবে আরজি কর কাণ্ডের মোড়!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার রহস্যভেদ করতে উঠেপড়ে লেগেছে সিবিআই। ইতিমধ্যেই এই কাণ্ডে গ্রেফতার হয়েছেন আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এবার এই মামলাতেই (RG Kar Case) সামনে এল বড় আপডেট।

  • আরও বিপাকে সন্দীপ ঘোষ (RG Kar Case)?

আরজি করে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত সঞ্জয় এবং সন্দীপকে সোমবার আবার শিয়ালদহ আদালতে তোলা হবে। ইতিমধ্যেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের নারকো অ্যানালিসিস (Narco Analysis Test) এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিতের পলিগ্রাফ পরীক্ষা করানোর আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজকের শুনানিতে এই বিষয়গুলি উঠে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

এই দুই পরীক্ষায় দুই ধৃতের সম্মতি আছে কিনা, তা নিয়ে আজ আদালতে শুনানি হতে পারে। সেই সঙ্গেই এই মামলার তদন্তে কী কী নতুন তথ্য সামনে এসেছে সেটাও পেশ করতে পারে সিবিআই (CBI)। এর আগের শুনানিতে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছিল, টালা থানায় বসেই এই ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের পরিকল্পনা করা হয়েছিল।

আরও পড়ুনঃ আরিব্বাস! লক্ষীর ভাণ্ডারের টাকায় হচ্ছে দুর্গাপুজো, ঘটনা জানলে থ হবেন

সাবেক এক কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা সূত্রে জানা যাচ্ছে, যে কোনও মানুষের মনে দু’টি স্তর থাকে। একটি সচেতন মন এবং দ্বিতীয়টি অবচেতন মন। মানুষ সচেতন মনে থাকলে অনেক জিনিস লুকিয়ে যেতে পারে। যা কিনা অবচেতন মনে থেকে যায়। এবার যদি কোনও ব্যক্তির নারকো অ্যানালিসিস পরীক্ষা করানো হয়, তাহলে তাঁর সচেতন মন কাজ করে না। অবচেতন মনে যে যে জিনিস রয়েছে তা প্রকাশ্যে আসতে থাকে। এই পরীক্ষার জন্য বেশ কিছু ওষুধ ইনজেক্ট করা হয় বলে খবর। আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় (RG Kar Case) ধৃত সন্দীপের ওপর এই পরীক্ষা করানোর আবেদনই জানিয়েছে সিবিআই।

RG Kar case bail plea of Sandip Ghosh Abhijit Mondal rejected by Sealdah Court

এদিকে আবার আজ সুপ্রিম কোর্টেও আরজি কর মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার (RG Kar Case) শুনানি হবে। দুপুর ২টো নাগাদ শুনানি শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর