রোগীর চিকিৎসায় গাফিলতি! প্রতিবাদ করে জুনিয়র চিকিৎসকদের কাছে চরম হেনস্তার মুখে RG করের ডাক্তার

বাংলা হান্ট ডেস্কঃ হাসপাতালের মধ্যেই অসুস্থ রোগীর চিকিৎসা না করে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়েছে। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেছিলেন আরজি কর (RG Kar) হাসপাতালে চিকিৎসক তাপস প্রামাণিক। এই ঘটনার প্রতিবাদ করতেই হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের কাছে চরম হেনস্তার শিকার হলেন তিনি। শুধু তাই নয়, গোটা ঘটনার কথা সংবাদমাধ্যমের কাছে কীভাবে পৌঁছালো সেই প্রশ্ন তুলে ওই প্রতিবাদী চিকিৎসকের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল হাসপাতালেরই জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশের বিরুদ্ধে। যদিও পাল্টা ওই জুনিয়র চিকিৎসকদের দাবি তেমন কিছুই ঘটেনি। পুরোটাই ঘটনাটাই বেশি করে দেখানো হচ্ছে।

জুনিয়র চিকিৎসকদের কাছে চরম হেনস্তার মুখে আরজি করের (RG Kar) ডাক্তার

প্রতিবাদী চিকিৎসক তাপস প্রামাণিকের দাবি বুধবার বিকালের দিকে একজন রোগীকে তিনি জরুরী বিভাগে দেখেন। ওই রোগীর কাগজপত্র নির্দিষ্ট বিভাগে পাঠানোর পরেও আইনি কারণ দেখিয়ে সেই সমস্ত কাগজপত্র প্রত্যাখ্যান করে দিয়েছিলেন হাসপাতালের (RG Kar) কর্তব্যরত নার্স। কিন্তু ওই রোগীর চিকিৎসায় কেন দেরি হচ্ছে? এই প্রশ্ন তুলে সরব হন তাপস প্রামাণিক। যদিও এই টানাপোড়েনে প্রায় তিন ঘন্টা পার হয়ে যায়। রোগীর চিকিৎসায় দেরি হওয়ায় প্রশ্ন তোলেন তার পরিবারের লোকজনরাও।

চিকিৎসক তাপস প্রামাণিকের কথায়, এই ঘটনার পর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তাঁর বসার ঘরে একদল জুনিয়র চিকিৎসক এবং কয়েকজন নার্স এসে উপস্থিত হন। তাঁকে প্রশ্ন করা হয় কেন তিনি ওই রোগীর কার্ডে সত্যি লিখেছেন। এরপর তাঁকে ঘিরে ধরে চিৎকার করতে শুরু করেন তাঁরা। তারপরেই ওই চিকিৎসক বাধ্য হয়ে ট্রমা কেয়ার বিল্ডিংয়ে তাঁর ঘরের বাইরে বেরিয়ে আসেন। সেখানেও তাঁরা ওই চিকিৎসকের ওপর চড়াও হয়ে মৌখিকভাবে হেনস্থা করতে থাকেন। প্রশ্ন করা হয় কেন তিনি ওই কার্ড অর্থাৎ রোগীর জন্য নির্দিষ্ট ইমার্জেন্সি টিকিট বদল করছেন না। কিন্তু তাপস প্রামাণিক জানান, রোগীর চিকিৎসায় যে গড়িমসি ছিল সেটা সত্যি। তাই তিনি প্রশ্ন তোলেন তিনি কেন সত্যিটা লিখবেন না? তাঁর আরও দাবি ওই ঘটনার কথা তিনি রাতেই সুপারকে জানিয়েছিলেন। পুলিশ তাঁকে সাহায্য করেন। এমনকি এদিন তাঁকে অতিরিক্ত নিরাপত্তাও দেওয়া হয়।

আরজি করের (RG Kar) এই ঘটনা প্রসঙ্গে তাপস প্রামাণিক আরও জানান বৃহস্পতিবার সুপারের ঘরে রীতিমত আশ্রাব্য ভাষায় কথা বলা হয়। নানান প্রশ্ন করা হয় তাঁকে। কেন সংবাদ মাধ্যম এই খবর পেল সেই কথাও জিজ্ঞাসা করা হয়। চিকিৎসকের কথায় সন্ধ্যার পর আবার তাঁকে হেনস্তার মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন: জোর বিপাকে রাহুল গান্ধী! এত টাকা জরিমানা করলেন বিচারক, কোন মামলায়?

রোগীর  চিকিৎসার গাফিলতির প্রতিবাদ করে কেন ওই চিকিৎসককে এমন হেনস্তার মুখে পড়তে হলো? তাপস প্রামাণিকের অভিযোগ জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ এসব করেছেন। তিনি কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এইভাবে তিনি ডিউটি করতে পারছেন না বলে বৃহস্পতিবার থেকে ছুটি নিচ্ছেন বলেও জানিয়েছেন।

RG 5

অন্যদিকে, এই বিষয়ে জানতে আরজি কর (RG Kar) হাসপাতালের আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা স্পষ্ট জানিয়েছেন এই বিষয়ে এখনই তাঁদের কাছে কোনো খবর নেই, তাই কিছু হয়েছে কিনা তা এখনই তাঁরা বলতে পারছেন না। সেইসাথে বলা হয়েছে অভিযোগকারীর কথা ধরেই যেন যা লেখার লিখে দেওয়া হয়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর