২-১ দিনের মধ্যেই…! CBI এবার যা করতে চলেছে… রাতের ঘুম উড়ল আরজি করের সন্দীপের!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। একইসঙ্গে আরজি করের আর্থিক দুর্নীতি মামলাতেও তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। এবার এই সন্দীপকে নিয়েই সামনে আসছে বড় খবর!

  • আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড় (Sandip Ghosh)?

সন্দীপ জমানায় আরজি করের (RG Kar Hospital) অন্দরে একাধিক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এখন জানা যাচ্ছে, নিজের মর্জি অনুযায়ী ‘হাউসস্টাফশিপ’এর মেয়াদ বাড়িয়ে দিতেন তিনি। আসলে মেডিক্যাল পড়ুয়াদের ‘হাউসস্টাফশিপ’এর নির্দিষ্ট মেয়াদ থাকে। সাধারণত তা হয় ১ বছর। এই সময়কালে মাসিক ৫০,০০০ টাকা করে পাওয়া যায়।

তবে সিবিআই (CBI) আধিকারিকদের অভিযোগ, সরকারি নিয়মের তোয়াক্কা না করেই নিজের পছন্দের পড়ুয়াদের ‘হাউসস্টাফশিপ’এর মেয়াদ বৃদ্ধি করে দিতেন সন্দীপ। ফলে সেই সকল পড়ুয়ারা আরও বেশ কয়েকমাস ৫০,০০০ টাকা করে পেতেন। এর ফলে সরকারের (Government of West Bengal) ক্ষতি হতো। অভিযোগ, এর পরিবর্তে নিজের ওই ‘পছন্দের’ পড়ুয়াদের দিয়ে দিনের পর দিন ধরে নানান অবৈধ কাজ করাতেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

আরও পড়ুনঃ গোপনীয়তার অধিকার লঙ্ঘিত! CCTV বসানো নিয়ে মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

রিপোর্ট বলছে, এবার এমনই গুরুতর অভিযোগকে সামনে রেখে আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। আগামী ২-১ দিনের মধ্যে আলিপুরের বিশেষ আদালতে এই চার্জশিট পেশ করা হবে বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সিবিআই উদ্ধৃত করে দাবি করা হয়েছে, সেখানে কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির বিষয় অগ্রাধিকার পেতে চলেছে।

RG Kar case Sandip Ghosh

রিপোর্ট বলছে, সন্দীপের (Sandip Ghosh) পাশাপাশি এই চার্জশিটে সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলির নামও থাকবে। সেই সঙ্গেই ৪৬০টি গুরুত্বপূর্ণ নথি এবং ১২০ জন সাক্ষীর উল্লেখ থাকবে বলে খবর। আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় এটিই হবে সিবিআইয়ের প্রথম চার্জশিট।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর