ফের শিরোনামে আরজি কর! অপারেশন টেবিলে বিকল হয়ে গেল ‘যন্ত্র’! তারপর যা হল…

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত আগস্ট মাস থেকে শিরোনামে রয়েছে আরজি কর হাসপাতাল (RG Kar Hospital)। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) পর প্রকাশ্যে এসেছে সন্দীপ ঘোষের আমলে হাসপাতালে হওয়া নানান দুর্নীতির অভিযোগ। এসবের মাঝেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল সেখানে! অপারেশন টেবিলেই বিকল হয়ে গেল যন্ত্র! এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীর পরিবারে।

আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) চাঞ্চল্যকর ঘটনা!

জানা যাচ্ছে, রাজারহাট দশদ্রোণ নিবাসী বিমল সরকার শিরদাঁড়ার সমস্যায় ভুগছিলেন। গত ১ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়, অস্ত্রোপচারই (Surgery) তাঁকে বাঁচানোর একমাত্র উপায়। তবে সেই সময়ই বাঁধে বিপত্তি!

জানা যাচ্ছে, গত ১৪ জানুয়ারি নির্ধারিত সময় অনুসারে বিমলবাবুকে ওটি-তে নিয়ে যাওয়া হয়। তবে পরিবারের অভিযোগ, অস্ত্রোপচার শুরু হতে না হতেই বিকল হয়ে যায় যন্ত্র। এমতাবস্থায় চিকিৎসা সম্পূর্ণ না করে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, দ্রুত রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ বীর্য নয়! তিলোত্তমার শরীরের সেই ‘সাদা ঘন তরল পদার্থ’ কী? এতদিনে মিলল উত্তর?

আরজি কর কর্তৃপক্ষের তরফ থেকে একথা জানানো হতেই বিমলবাবুর পরিবারের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। জানা যাচ্ছে, এই বিষয়ে হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করে সমস্যার সমাধান চাওয়া হলেও কোনও স্পষ্ট জবাব মেলেনি। সুপার এই বিষয়ে বলেন, ওই যন্ত্র ঠিক করা সময়সাপেক্ষ ব্যাপার। রাতেও রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা যেতে পারে।

RG Kar Hospital

এদিকে বর্তমানে বিমলবাবু এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। ট্রমা কেয়ারের পাঁচতলায় চিকিৎসাধীন তিনি। এদিকে আরজি করের (RG Kar Hospital) চিকিৎসা ক্ষেত্রে এই চূড়ান্ত অব্যবস্থা নিয়ে শুধুমাত্র বিমলবাবুর পরিবার নয়, বরং ট্রমা কেয়ারে চিকিৎসাধীন আরও বহু রোগীর পরিবার উষ্মা প্রকাশ করেছে বলে খবর। যন্ত্র বিকল থাকার দরুন আরও অনেক রোগী চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাঁদের। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিক, এই দাবি জানিয়েছে রোগীর পরিবার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X