বাংলা হান্ট ডেস্কঃ আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর দু’সপ্তাহ পার। এখনও কূলকিনারা হয়নি। প্রতিবাদরত জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানালেন, আন্দোলন চলবে। সেই সঙ্গেই অভিযোগ, হাসপাতালে (RG Kar Hospital) হয়তো এখনও দোষীরা প্রকাশ্যে ঘুরছে। কেউই সুরক্ষিত নয়।
আরজি করের (RG Kar Hospital) পরিস্থিতি নিয়ে বিস্ফোরক পড়ুয়ারা!
আরজি করের ঘটনার প্রতিবাদ স্বরূপ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার পাশাপাশি পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন পড়ুয়ারা। আজ বিকেল ৫টায় কলকাতা মেডিক্যাল কলেজে গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রতিবাদরত শিক্ষার্থী দেবাশিস হালদার বলেন, ‘আমরাও কাজে ফিরতে চাইছি। তবে বিচার পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে, যদি তাঁরা সক্রিয় থাকে তাহলে কীভাবে আমরা ফিরব?’
এখানেই না থেমে দেবাশিস বলেন, ৯ আগস্টের নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের চিহ্নিতকরণ এবং এই ঘৃণ্য ঘটনার ‘মোটিভ’ এখনও অজানা। তাই অপরাধীরা হয়তো প্রকাশ্যে ঘুরছে বলে দাবি করেন তিনি। বলেন, ‘আমরা কেউই সুরক্ষিত নই। অতি তাড়াতাড়ি দোষীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই’।
আরও পড়ুনঃ ‘দীর্ঘদিন ধরেই নৈরাজ্য চলছে’! আরজি কর কাণ্ডে ক্ষিপ্ত, বঙ্গরত্ন ফেরাচ্ছেন সাহিত্যিক পরিমল দে
উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার (RG Kar Incident) পর থেকেই নজরে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। রাজ্য সরকারের তরফ থেকে তাঁর বিরুদ্ধে তেমন কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়নি দাবি ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সন্দীপের পাশাপাশি এদিন পুলিশ কমিশনারের ইস্তফার দাবিও তোলেন তাঁরা।
এদিকে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের পাশাপাশি সন্দীপ জমানায় আরজি করে (RG Kar Hospital) হওয়া দুর্নীতির তদন্তভারও গিয়েছে সিবিআইয়ের হাতে। ইতিমধ্যেই কোমর বেঁধে এই কাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। রবিবার সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। এবার মামলার মোড় কোন দিকে ঘোরে সেটাই দেখার।