‘চিৎকার করে…’! তরুণী চিকিৎসককে কেন খুন? হত্যার কারণ জানাল আরজি কর কাণ্ডের অভিযুক্ত!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। জেরার মুখে নিজের দোষ স্বীকার করেছে সে। তবে জানা যাচ্ছে, এমন নৃশংস কাজের পরেও তাঁর মধ্যে কোনও রকম অনুতাপ নেই। উল্টে তরুণী চিকিৎসককে কেন খুন (RG Kar Incident) করেছে এবার সেকথা জানাল সে!

আরজি করে (RG Kar Incident) তরুণী ডাক্তারকে কেন খুন করছিলেন অভিযুক্ত?

শুক্রবার ভোররাতে আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) মধ্যেই তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তরুণী ডাক্তার যে সেমিনার হলে ঘুমোচ্ছিলেন, সেখানে রাত ৩টের কিছুক্ষণ পরে ঢোকেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। সেই সময় সে মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। প্রায় ৪৫ মিনিট মতো হলের ভেতর ছিলেন তিনি। এরপর তাঁকে বেরিয়ে আসতে দেখা যায়।

   

সূত্রের খবর, ধৃত পুলিশকে জানিয়েছে, তরুণী চিকিৎসক (Doctor) চিৎকার করে লোক ডেকে ফেলত, সেই কারণে তাঁকে হত্যা করেছে সে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জেরার সময় নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছে অভিযুক্ত। তবে তাঁর হাবভাব দেখে নাকি বোঝার উপায় নেই সে এমন একটা জঘন্য অপরাধ করেছে। এমনকি সে নাকি তদন্তকারীদের বলেছে, আমায় ফাঁসি দিলে দিন!

আরও পড়ুনঃ আরজি কর কেস ধামাচাপা দেওয়ার চেষ্টা! নির্যাতিতার মাকে টাকার অফার! তোলপাড় রাজ্য

এদিকে আবার চিকিৎসক ধর্ষণ-খুনের এই ঘটনায় (RG Kar Incident) চারজন চিকিৎসককে নোটিশ পাঠিয়েছে লালবাজার। ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন ওই চার চিকিৎসক। এবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এই চারজনের মধ্যে তিনজন চিকিৎসক এবং একজন হাউসস্টাফ। আজকের তাঁদের প্রত্যেককে লালবাজারে ডাকা হয়েছে।

RG Kar incident

ঘটনার রাতে মৃত তরুণীর সঙ্গে তাঁদের কী কথা হয়েছিল, সেদিন তাঁরা কোনও রকম অস্বাভাবিকত্ব দেখেছিলেন কিনা, এসব বিষয়েই গোয়েন্দারা জানতে চাইবেন বলে খবর। চার চিকিৎসককে জিজ্ঞাসাবাদের পর এই ঘটনা কোন দিকে মোড় নেয় আপাতত সেদিকেই নজর সকলের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর