দোষ স্বীকার অতীত! CBI-এর কাছে তোলপাড় করা দাবি সঞ্জয়ের, আরজি কর কাণ্ডে বিরাট মোড়!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে রোজ পেঁয়াজের খোসার মতো নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। জানা গিয়েছিল, পুলিশের কাছে নিজের অপরাধ (RG Kar Incident) স্বীকার করে ফাঁসি চেয়েছেন ধৃত সঞ্জয়। এবার জানা গেল, সিবিআইয়ের হাতে তদন্তভার যেতেই কার্যত ‘ডিগবাজি’ খাচ্ছেন তিনি।

আরজি কর কাণ্ডে (RG Kar Incident) বিস্ফোরক দাবি ধৃতর!

তদন্তকারী সংস্থা সূত্রে জানা যাচ্ছে, বারবার নিজের বয়ান পরিবর্তন করছেন অভিযুক্ত। জিজ্ঞাসাবাদ চলাকালীন নাকি বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করছেন তিনি। ঘটনার দিন হাসপাতালে (RG Kar Hospital) যাওয়ার সময়, যাওয়ার কারণ, সেমিনার রুমে যাওয়ার সময়, যাওয়ার কারণ নিয়ে নাকি অসঙ্গতিপূর্ণ জবাব দিচ্ছেন সঞ্জয়।

সিবিআই (CBI) জেরায় ধৃত সিভিক ভলেন্টিয়ার একবার দাবি করেন, ঘটনার দিন তিনি নাকি সেমিনার রুমে প্রবেশ করেননি। স্রেফ উঁকি মেরে দেখেছিলেন। আবার পরে বলেন, সেমিনার রুমে তিনি কাউকে দেখতে পাননি। ঘটনাস্থলে তাঁর ব্লুটুথ হেডফোন কীভাবে এল, এই নিয়ে কোনও জবাব দেননি বলে খবর। সেই সঙ্গেই তাঁর শরীরের আঁচড়ের দাগ নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ রবি সকালেই ঘুরে গেল ‘খেলা’! বিরাট পদক্ষেপ CBI-এর, আরও বিপাকে সন্দীপ ঘোষ?

জিজ্ঞাসাবাদের সময় সঞ্জয় বারবার বিভ্রান্তিকর উত্তর দেওয়ায় সিবিআই আধিকারিকরা মনে করছেন, তাঁর পলিগ্রাফ টেস্ট হওয়া অত্যন্ত জরুরি। একেক বার একেক রকম জবাব দিয়ে ধৃত নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন বলে অনুমান করা হচ্ছে। আর ঠিক সেই কারণেই যত দ্রুত সম্ভব তাঁর পলিগ্রাফ পরীক্ষার করার চেষ্টা করা হচ্ছে।

RG Kar incident accused Sanjoy Roy big confession to CBI

উল্লেখ্য, আরজি করে তরুণী চিকিৎসকের নিথর দেহ উদ্ধারের (RG Kar Incident) ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন সঞ্জয়। সিসিটিভি ফুটেজেও তাঁর গতিবিধি নজরে পড়েছে গোয়েন্দাদের। ঘটনার দিন রাতে হাসপাতালে কী হয়েছিল আপাতত সেটার উত্তর খুজছেন তদন্তকারীরা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর