‘মমতার পদত্যাগের’ দাবি! ওই মঞ্চে দাঁড়িয়ে কী বললেন অঞ্জন দত্ত? হু হু করে ভাইরাল ভিডিও!

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে ক্রমেই জোরালো হচ্ছে প্রতিবাদ। রাজ্যের প্রায় সর্বস্তরের মানুষ এই ঘটনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সম্প্রতি তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের এই ঘটনার (RG Kar Incident) প্রতিবাদে আশুতোষ কলেজে জমায়েত হয়েছিল। পথে নেমেছিলেন অঞ্জন দত্ত, দীপ্সিতা ধর, উষসী চক্রবর্তী প্রমুখরা। এবার সেদিনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বর্ষীয়ান গায়ক।

আরজি কর কাণ্ডে (RG Kar Incident) কী বললেন গায়ক?

অঞ্জন দত্ত (Anjan Dutta) বলেন, ‘আমি ভীষণ লজ্জিত যে শহর আমায় অনেক কিছু শিখিয়েছে, সেখানে এমন লজ্জাজনক ঘটনা ঘটে গেল। আমরা সেই জন্য বলছি উই ওয়ান্ট জাস্টিস। সে যত উপরেই থাকুক না কেন। সঠিক বিচার চাইছি। তাই আমি এখানে এসেছি’।

   

গায়ক জানান, তিনি অঞ্জন দত্ত হিসেবে নন। বরং আশুতোষ কলেজের একজন প্রাক্তনী হিসেবে, সহ নাগরিক হিসেবে এখানে হাজির হয়েছেন। তাঁর কথায়, ‘এখন আর শুধু একটা ঘটনার জন্য জাস্টিস চাওয়া নয়। এর সঙ্গে আরও অনেক ঘটনা জড়িত। এখন সেটা আমরা সবাই জানি। তাই সুবিচার চাই’।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডের জের! ‘দিদি নম্বর ১’ নিয়ে ‘খারাপ খবর’! মন খারাপ দর্শকদের

এটুকু বলেই নিজের বক্তব্য শেষ করেন অঞ্জন দত্ত। এরপর অন্য কাউকে বলার অনুরোধ করে মাইক ছেড়ে দেন তিনি। এরপরেই সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, সেখানে উপস্থিত পড়ুয়ারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগের দাবি তুলছেন। রাজ্য সরকার বিরোধী নানান স্লোগানও সেখানে উঠতে থাকে।

অঞ্জন দত্ত অবশ্য সরকার বিরোধী কোনও রকম মন্তব্য করেননি। তিনি অরাজনৈতিকভাবেই ন্যায় বিচার চেয়েছেন। উল্লেখ্য, শুধুমাত্র অঞ্জন দত্তই নন, আরজি কর কাণ্ডে (RG Kar Incident) সরব হয়েছেন বাংলা বিনোদন জগতের একাধিক তাবড় তাবড় তারকা। পথে নেমে মিছিলে নেমেছেন অনেকে। নির্যাতিতা ন্যায় বিচার পাক এবং অপরাধীর শাস্তি হোক এটাই চাইছেন প্রত্যেকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর