বড় পদক্ষেপ নিলেন অরিজিৎ সিং! আরজিকর কাণ্ডের প্রতিবাদে করলেন এই কাজ

বাংলা হান্ট ডেস্ক : সারা দেশের  নজর এখন কলকাতার দিকে। আরজিকরের (RG Kar) তরুণী হত্যার ঘটনা যেভাবে দেশ জুড়ে যেভাবে  প্রতিবাদের ঝড় তুলেছে তা এককথায় অভূতপূর্ব। ৯ আগস্ট আরজিকরের মহিলা চিকিৎসকের  নৃশংস হত্যা আরও একবার প্রশ্ন তুলছে রাজ্যের মেয়েদের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে। তারই প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগে গর্জে উঠছিল গোটা কলকাতা শহর।

আরজিকরের তরুণী হত্যার প্রতিবাদে কি বললেন অরিজিৎ সিং (Arijit Singh)?

সাধারণ মানুষের পাশাপাশি ঐতিহাসিক এই  রাতের সাক্ষী থেকেছেন বিনোদন জগতের তারকারাও। মেয়েদের রাত দখলের কর্মসূচিতে একইসাথে স্লোগান দিয়েছেন পুরুষরাও।  কলকাতার সাথেই  পা মিলিয়ে প্রতিবাদে সামিল হয়েছিল  দিল্লি-মুম্বাই-ব্যাঙ্গালুরুর মত শহরের মানুষরাও। ১০ আগস্ট কলকাতা নিবাসি রিমঝিম সিনহা ডাক দিয়েছিলেন ‘মেয়েরা রাত দখল কর’।

প্রথমে জমায়েতের জন্য তিনি বেছে নিয়েছিলেন শুধুমাত্র যাদবপুরের এইচবি বাসস্ট্যান্ড। তারপর সেই তালিকায় যোগ হয় একাডেমি এবং কলেজ স্ট্রিট। আর এই তালিকাই  পরে ৩  থেকে ছাড়িয়ে যায় ৩০০।  আর জি করের মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে যেভাবে কলকাতার রাজপথে কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ তা এক কথায় অভূতপূর্ব।

আরও পড়ুন : মেয়েদের রাত দখলের দিনেই মা হলেন প্রীতি! লিখলেন আবেগঘন কথা

বাংলায় রাত দখলের এই মিছিলে সামিল হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, পর্নো  মিত্র, সোহিনি সরকার, শুভশ্রী গাঙ্গুলী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, কৌশিক সেন,কৌশিক গাঙ্গুলী, ঋদ্ধি সেন সহ আরও একাধিক জনপ্রিয় মুখ। সাধারণ মানুষের প্রতিবাদ মিছিলের এই ভিড় থেকে আওয়াজ তুলেছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) -ও। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের  ভূমিপুত্র এদিন মাইক হাতে দিয়েছেন আন্দোলনের ডাক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অরিজিতের (Arijit Singh) একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অরিজিৎ (Arijit Singh) মাইক হাতে  জোর গলায় বলছেন, ‘ফেসবুক টুইটার করে কিছু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? আপনাদের সহযোগিতা চাই আমাদের।’ আর এই ভিডিও -ই  এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  তবে এখনও  পর্যন্ত গায়কের অফিসিয়াল পেজ থেকে এই সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করা হয়নি। এখানে বলে রাখি এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর