সঞ্জয়ের মুখ খোলাতে হবে! এবার এই টেস্টের অনুমতি দিল আদালত! আরজি কর কাণ্ডে বিরাট মোড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ার। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো তদন্ত শুরু করা পর থেকে এই সঞ্জয়কে টানা জেরা করছে সিবিআই। তবে জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু তথ্য চেপে যাচ্ছে সে। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে না। তাই এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল (RG Kar Incident)।

সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল আদালত (RG Kar Incident)!

আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া এই সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল আদালত। জানা যাচ্ছে, এই পরীক্ষার আগে ধৃতকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করানো হবে। সেখানে ম্যাজিস্ট্রেট তাঁর থেকে জানতে চাইবেন, তিনি এই পরীক্ষার জন্য রাজি কিনা। এরপরেই এই টেস্ট করা হবে। যদিও কবে সেই টেস্ট হবে তা এখনও জানা যায়নি।

এদিন পলিগ্রাফ টেস্টের পাশাপাশি ধৃত সঞ্জয়ের (Sanjay Roy) ফোন থেকে তথ্য উদ্ধারের জন্যেও আদালতের কাছে অনুমতি চেয়ে আর্জি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গেই আরজি করের ঘটনাস্থল থেকে গোয়েন্দারা বেশ কিছু নমুনা উদ্ধার করেছে বলে খবর। সেই তালিকাও এদিন হাসপাতালে জমা দিয়েছে সিবিআই।

আরও পড়ুনঃ আন্দোলনের নামে প্রেমিকের সঙ্গে ঘুরতে যাচ্ছেন ডাক্তাররা! ‘রোগী মারা গেলে কিন্তু…’, হুঁশিয়ারি অরূপের!

ঘটনাস্থল থেকে তদন্তকারীরা কী কী নমুনা উদ্ধার করেছেন? তালিকায় কী কী সামগ্রীর নাম রয়েছে সেটা অবশ্য এখনও জানা যায়নি। তবে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) অনুমতি দেওয়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।

RG Kar incident accused civic volunteer confessed about his crime

জানা যাচ্ছে, তরুণী চিকিৎসকের সঙ্গে এই নৃশংস ঘটনার (RG Kar Incident) নেপথ্যে সঞ্জয় একা রয়েছেন নাকি আরও একাধিক ব্যক্তি জড়িত আছেন সেটা জানতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঘটনার সময় কেউ উপস্থিত না থাকলেও কেউ এই ঘটনার জন্য পিছন থেকে মদত দিয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা। তবে সিবিআইয়ের দাবি, জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ সহযোগিতা করছেন না ধৃত। ঘটনার রাতে ট্রমা কেয়ারে ভর্তি একজন রোগীর দেখাশোনার নাম করে মদ্যপ অবস্থায় সে কেন হাসপাতালে গিয়েছিল সেটা নিয়ে তাঁর বক্তব্যে মিল পাওয়া যাচ্ছে না। বরং অধিকাংশ প্রশ্নের উত্তরে নাকি বলছে, সন্ধ্যার পর থেকে প্রচুর মদ্যপান করার কারণে তাঁর বেশিরভাগ জিনিসই মনে নেই।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর