বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের নয়া কীর্তি প্রকাশ্যে। বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এই মামলার তদন্ত করছে সিবিআই। জানা যাচ্ছে, এবার তাঁকে মানসিক রোগী বলে সন্দেহ করছেন তদন্তকারীরা (RG Kar Incident)।
আরজি কর কাণ্ডে (RG Kar Incident) ধৃত সঞ্জয়ের নয়া কীর্তি!
সূত্রের খবর, ঘটনার রাতে একজন মহিলাকে ভিডিও কল করেছিলেন ধৃত এই সিভিক ভলেন্টিয়ার। সেখানে ওই মহিলাকে ‘স্ট্রিপ’ করতে তথা এক এক করে জামাকাপড় খুলতে বলেন তিনি। শুধু তাই নয়, তাঁর ফোনে একাধিক পর্ন ভিডিও পাওয়া গিয়েছে বলে খবর। সব মিলিয়ে, এবার তাঁকে মানসিক রোগী বলে অনুমান করছেন গোয়েন্দারা।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই সঞ্জয়ের (Sanjay Roy) আরও বেশ কিছু কীর্তির কথা জানা গিয়েছে। তিনি নাকি পেশেন্ট পার্টির লোকজনের ফোন নম্বর জোগাড় করে তাঁদের উত্যক্ত করতো। কাশীপুরের একজন তরুণীকে এভাবেই নাকি নানান সময়ে বিরক্ত করতেন সঞ্জয়।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে ‘জটিল’ উত্তর সন্দীপের! প্রাক্তন অধ্যক্ষকে কী কী প্রশ্ন করল CBI? ফাঁস হতেই তোলপাড়
মাস তিনেক আগে ডাক্তার দেখাতে আরজি করে গিয়েছিলেন ওই তরুণী। সেই সময় সঞ্জয় তাঁকে সাহায্য করেন বলে খবর। সেই সুযোগে ওই তরুণীর প্রেসক্রিপশন দেখে সঞ্জয় তাঁর নম্বর নিয়ে নেয় বলে জানা যাচ্ছে। এরপর থেকে শুরু হয় জ্বালাতন।
সঞ্জয়ের বৈবাহিক জীবনও বেশ অস্থির বলে খবর। এক সময়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে থাকা তাঁর অভ্যাস। সেই সঙ্গেই নানান সময়ে মহিলাদের উত্যক্ত করতেন বলেও জানা গিয়েছে। ধৃতর এত কীর্তি কথা জানার পর গোয়েন্দারা (CBI) সন্দেহ করছেন তিনি মানসিক রোগী হতে পারেন। সেই কারণে এবার তাঁর মন বুঝতে মানসিক রোগ বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলে খবর।
এদিকে সিবিআইয়ের দলের সঙ্গে রয়েছে এইমসের বিশেষজ্ঞদল। বর্তমানে তাঁরা আরজি কর কাণ্ডে (RG Kar Incident) ধৃত সিভিক ভলেন্টিয়ারের সাইকোলজিক্যাল টেস্ট করাতে চাইছেন বলে খবর। একইসঙ্গে সঞ্জয়ের সঙ্গে কথা বলে, তাঁর মানসিক বিকৃতি আছে কিনা সেটা জানার চেষ্টা করা হবে।