‘সবাই তৃণমূল বিরোধী? রাতারাতি সিপিএম হয়ে গেল?’ এবার ‘ফেসবুক বিপ্লব’ নিয়ে বিস্ফোরক জীতু

বাংলা হান্ট ডেস্ক : ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। আরজিকরের (RG Kar) তরুণী হত্যার প্রতিবাদে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা তো আছেনই একসাথে এক হয়েছেন  বিনোদন জগতের তারকারাও। সবাই এখনএকই সুরে দাবী করছেন তিলোত্তমার অপরাধীরা যেন উপযুক্ত শাস্তি পায়। তবে এরইমধ্যে অনেকেই আবার এমন একটা সংবেদনশীল বিষয়ের মধ্যে রং লাগাচ্ছেন রাজনীতির।

ফেসবুক পোস্টে সরব জীতু কমল (Jeetu Kamal)

আর ইদানিং টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতেও বহু তারকা যুক্ত রয়েছেন সক্রিয় রাজনীতির সাথে। তাদের মধ্যে কেউ কেউ নির্যাতিতার চরম পরিণতি দেখে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তুমুল ট্রোলড হয়েছেন। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আরজিকরকাণ্ডে শিল্পীদের প্রতিবাদ রাজনৈতিক নাকি অরাজনৈতিক?

   

এসবের মধ্যেই এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। অভিনেতার স্পষ্ট দাবি, ‘শুধুমাত্র ফেসবুকে বিপ্লব না করে,রাস্তায় নেমে বিপ্লবটা করা উচিত। যেটা আমি আগেও করেছি। আমি একেবারেই অরাজনৈতিক (Apolitical) নই। যারা অরাজনৈতিকভাবে লড়াইটা করতে চাইছেন তাদেরকে আমি সম্মান করছি বারে বারে।’

এখানেই শেষ নয়, এরপর এদিনের এই দীর্ঘ ফেসবুক পোস্টে অভিনেতার (Jeetu Kamal) সরাসরি প্রশ্ন, ‘আমার মনে হয় খাদ্য আন্দোলনের পর এত সংখ্যক মানুষ এই প্রথম রাস্তায় নেমেছে।তার মানে সবাই তৃণমূল বিরোধী? সবাই রাতারাতি সিপিএম হয়ে গেল? এমনটা কিন্তু নয়।’

আরও পড়ুন : পশুদেরও ছাড় নেই! ভাইরাল গর্ভবতী হাতিকে জীবন্ত পুড়িয়ে মারার ভিডিও, শিউরে উঠলেন শ্রীলেখা-তথাগত

এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রসঙ্গ টেনে এনে জনগণের দিকেই পাল্টা প্রশ্ন ছুঁড়ে জীতু (Jeetu Kamal)।বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যপ্রণালী সঠিক হচ্ছে না,তার জন্য আমরা অপসারণ চাইছি। একদম ঠিক, যদি কেউ নিজের দায়িত্ব পালন না করে তাহলে তো তাঁর দায়িত্ব থেকে সরানোর দায়িত্বটাও মানুষের। সেই দায়িত্ব মানুষ পালন করেছে গত ১৩ বছর ধরে? তার মানে মানুষ ভুল?? প্রশ্ন করুন তো।’

এছাড়াও এদিন জীতুর পোস্টে উঠে এল ‘চটিচাটা’র প্রসঙ্গ। এপ্রসঙ্গে সিপিএমের ঝান্ডাধারী পাল্টিবাজদের একহাত নিয়ে অভিনেতা লিখেছেন, ‘তাহলে যারা চটিচাটা নয় তারা ১৪ তারিখ রাতে সিপিএমের ফ্ল্যাগ হাতে নামল না কেন? তারা তো রাজনৈতিক। প্রশ্ন করুন। সফট টার্গেটকে টার্গেট না করে, সম্পূর্ণ জনসমষ্টিকে টার্গেট করুন।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর