আরজি কর কাণ্ডে দুই চিকিৎসককে তলব! কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে কেন ডাকল লালবাজার?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো বর্তমানে এই মামলার (RG Kar Incident) তদন্ত করছে সিবিআই। একের পর এক ব্যক্তিকে তলব করা হচ্ছে। এর মাঝে এবার দুই বিশিষ্ট চিকিৎসককে তলব করল লালবাজার। চিকিৎসক কুণাল সরকার এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে তলব করেছে কলকাতা পুলিশ।

দুই চিকিৎসককে কেন তলব করল লালবাজার (RG Kar Incident)?

আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশের অভিযোগে এই দুই বিশিষ্ট চিকিৎসককে তলব করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই এই নিয়ে তাঁদের নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ। কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীর (Subarna Goswami) পাশাপাশি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কেও তলব করেছে লালবাজার।

   

কলকাতা পুলিশের (Kolkata Police) দাবি, পূর্ব বর্ধমান জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী এবং চিকিৎসক কুণাল সরকার আরজি কর কাণ্ডের নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন। ৩৫ বিএনএস ধারায় অভিযুক্ত হিসেবে নোটিশ পাঠানো হয়েছে। দুই চিকিৎসককে আজ দুপুর ৩টের মধ্যে লালবাজারে আসতে বলা হয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ সোজা বহিষ্কার! আরজি কর কাণ্ডে মুখ খোলার জের! শান্তনু-জায়ার বিরুদ্ধে চরম নির্দেশ তৃণমূলের

জানা যাচ্ছে, আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিচয় প্রকাশ, ভুয়ো খবর রটিয়ে গুজব ছড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। লালবাজারের সাইবার ক্রাইম এই নিয়ে অভিযোগ করেছে। এই প্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar) জানান, তিনি এখন কলকাতায় নেই। আগামীকাল শহরে ফিরে এই বিষয়ে ভাববেন।

RG Kar incident Kunal Sarkar Subarna Goswami

কুণাল সরকারের কথায়, ‘কাল সকালে ফিরব। চিন্তা করব, আইনি পরামর্শ নেব। আমারও কিছু মতামত রয়েছে, আমি কিছু বক্তব্য জানিয়েছি। দেখা করা যদি যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে আমি দেখা করে বলব। আকারে ইঙ্গিতে হয়তো বলা (RG Kar Incident) হচ্ছে, আপনারা মতামত জানাবেন না’। অন্যদিকে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, তদন্তের স্বার্থে যে কোনও সহযোগিতা করতে রাজি। মৃতার পরিচয় প্রকাশ অথবা কোনও রকম গুজব ছড়াননি বলে দাবি করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর