‘বিনীত গোয়েল ফাঁসিয়েছে আমাকে’, চিৎকার সঞ্জয়ের, আর জি কর কাণ্ডে বিস্ফোরক ‘মূল’ অভিযুক্ত

বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহ খানেকের ব্যবধান, ফের বিস্ফোরক আর জি কর (RG Kar) কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। এবার সরকার নয়, সরাসরি নাম তুলে বোমা ফাটালেন সঞ্জয়। এদিন শিয়ালদা কোর্ট চত্বর থেকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় জানলা থেকে চিৎকার করে সঞ্জয় বললেন, সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। এমনকি তাকে হুমকি দেওয়া হয়েছে বলে ক্যামেরার সামনে অভিযোগ তোলে সঞ্জয়।

এদিন সরকার নয়, একেবারে প্রাক্তন সিপির নাম ধরে চিৎকার সঞ্জয় বলে, ‘আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল (Vineet Goyal), ডিসি স্পেশাল সাজিস (ষড়যন্ত্র) করে আমাকে ফাঁসিয়েছে আর সরকারও ওদের সাপোর্ট করছে।’ কেন ফাঁসিয়েছে? ‘ওরা কেন ফাঁসিয়েছে ওরা বলতে পারবে।’ আদালত থেকে বেরিয়েই বিস্ফোরক সঞ্জয় রায়।

কোর্ট থেকে বেরিয়ে যে সময় ধৃত সঞ্জয় রায়কে গাড়িতে তোলা হচ্ছিল, সেই সময়ই সে চিত্‍কার করে বলতে থাকে, ‘আমাকে বলতে দিচ্ছে না, আমাকে ফাঁসিয়ে দিয়েছে। বড় বড় অফিসাররা ফাঁসিয়েছে।’ এরপরই প্রাক্তন সিপির নাম উঠে আসে তার মুখে। প্রসঙ্গত, এদিন আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে চার্জ গঠন করা হয়। চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় ৩ ধারায় গঠন হয় চার্জ। সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে সঞ্জয় রায়ের।

প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও এই একই ভাবে বিস্ফোরক সব অভিযোগ তুলেছিলেন ধৃত সিভিক ভলেন্টিয়ার। কিছুদিন আগেই শিয়ালদা কোর্ট চত্বরে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে সঞ্জয় বলেছিলেন, ‘এতদিন চুপচাপ ছিলাম। এতদিন কোনো কথা বলিনি। আমি রেপ বা খুন করিনি। আমাকে বলতে দেওয়া হয়নি সেখানেও। আমাকে নিচে নামিয়ে দিল। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না। আমাদের ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে এসব করেছে।’ সেই সময়ও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত।

RG Kar case Sanjay Roy at Sealdah Court said this in front of the Judge

গত ১৪ অগস্ট আর জি কর কাণ্ডে সঞ্জয় রায়কে হেফাজতে নেয় সিবিআই। ২৩ অগাস্ট আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়কে জেল হেফাজতে পাঠায় আদালত। তারপর থেকে জেলেই রয়েছে সঞ্জয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর