বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির (BJP) স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম। আর জি কর (RG Kar) হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী এদিন দুপুর সওয়া ২টো নাগাদ রাজ্য বিজেপির নেতারা মিছিল নিয়ে স্বাস্থ্য ভবন ঘেরাও এর উদ্দেশে রওনা দেন। শান্তিপূর্ণভাবেই চলছিল সব। তবে পথেই বিপত্তি।
BJP-র স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম
বিজেপির অভিযান দমাতে অনেক আগেই রাস্তার উপরে ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। মজুত ছিল প্রচুর পরিমাণে পুলিশবাহিনীও। এদিন বঙ্গ বিজেপির সকল শীর্ষ নেতাদের একজোট হয়ে পথে নামতে দেখা যায়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অর্জুন সিং সহ সব রাজ্য নেতাই যোগ দিয়েছিলেন আজকের মিছিলে।
সেই মিছিল থেকে মাঝপথেই আটক করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। পুলিশের ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয় বিজেপি বিধায়ককে। এদিকে মিছিল এগিয়ে নিয়ে যান সুকান্ত মজুমদার। স্বাস্থ্য ভবন যাওয়ার পথে একাধিক জায়গায় আগে থেকেই ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের, ধস্তাধস্তি হয়ে যায়। ধরপাকড় শুরু করে পুলিশ। শুভেন্দুর পাশাপাশি আটক করা হয় বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যকেও। বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় শুভেন্দুকে।
আরও পড়ুন: বাংলাদেশে ভয়াবহ বন্যার জন্য ভারত দায়ী নয়! বিবৃতি জারি করে স্পষ্ট জানাল বিদেশ মন্ত্রক
ওদিকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে একের পর এক ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি কর্মীরা। স্বাস্থ্যভবনের একেবারে সামনে পৌঁছে যায় মিছিল। স্বাস্থ্যভবন চত্বরে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে মাটিতে বসে বিক্ষোভ দেখাতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। সবমিলিয়ে বিজেপির স্বাস্থ্যভবন অভিযানে ঘিরে তুলকালাম।