দ্রোহ কার্নিভাল প্রত্যাহার নয়! উল্টে মুখ্যসচিবকে আমন্ত্রণ ডাক্তারদের! তুমুল শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক বছরের মতো এবারও দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করা হচ্ছে। আগামী মঙ্গলবার রেড রোডে এই কার্নিভাল আয়োজিত হবে। সেদিনই আবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে দ্রোহ কার্নিভালের ডাক দেওয়া হয়েছে (RG Kar Protest)। এবার সেই কার্নিভালে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে আমন্ত্রণ জানানো হল।

  • দ্রোহ কার্নিভালে মুখ্যসচিবকে আমন্ত্রণ ডাক্তারদের (RG Kar Protest)!

দুর্গাপুজো কার্নিভালের দিন দ্রোহ কার্নিভালের ডাক দেওয়ায় এই কর্মসূচি প্রত্যাহার করার আবেদন করেছিলেন মুখ্যসচিব। সোমবার স্বাস্থ্যভবনের বৈঠকে সেই কর্মসূচিতেই মনোজ পন্থকে (Chief Secretary Manoj Pant) আমন্ত্রণ জানালেন চিকিৎসকরা। বৈঠক শেষে বেরিয়ে সেকথা জানান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা।

আজ প্রায় আড়াই ঘণ্টা ধরে ৮টি চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। যদিও সেখানে উপস্থিত ছিলেন না স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। বৈঠক শেষে বেরিয়ে যোগদানকারী চিকিৎসকরা (Doctors) বলেন, ‘আমরা ওনাকে দ্রোহ কার্নিভালে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি’।

আরও পড়ুনঃ অন্য কোথাও নয়, আরজি করের চারতলার সেমিনার রুমেই ধর্ষণ খুন! এবার চাঞ্চল্যকর দাবি CBI-এর

বৈঠকে কী নিয়ে আলোচনা হল সেই প্রসঙ্গে প্রোটেক্ট দ্য ওয়ারিয়রসের অভীক ঘোষ বলেন, ‘জুনিয়র চিকিৎসকদের অনশন দশম দিনে পড়ল। ওদের স্বাস্থ্যের ক্রমশ অবনতি হচ্ছে। এই অনশন তোলার জন্য রাজ্য সরকার পদক্ষেপ নিক, আমরা বলেছি। এখন এটাই সবচেয়ে জরুরি। ওদের দশ দফা দাবি মেনে নেওয়া হোক। এখনই যেগুলি মেনে নেওয়া সম্ভব নয়, সেগুলোর জন্য সময় দেওয়া হোক। তবে একবার মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব অনশনস্থলে গিয়ে ওনাদের অবস্থা দেখে আসুন’।

RG Kar protest

আইএমএ-র পক্ষ থেকে চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘বৈঠক সদর্থক হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ সদিচ্ছা দেখিয়েছেন। তবে দাবি পূরণের কোনও সময়সীমা বলেননি’। তিনি জানান, তাঁরা এই শেষ এলেন। আর আসবেন না। জুনিয়র চিকিৎসকদের (RG Kar Protest) দাবিদাওয়া মেনে নিতে সরকার কত সময় নেয় সেটা দেখবেন বলে জানান ডাক্তার ভট্টাচার্য। অন্যদিকে চিকিৎসক সুবর্ণ গোস্বামী আবার আজকের বৈঠককে নিষ্ফলা বলে হতাশা প্রকাশ করেছেন।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর