জুনিয়র ডাক্তাররা ‘আদালত অবমাননা’ করেননি, কর্মবিরতি নিয়ে এক সুরে কল্যাণ-বিকাশ

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) ডেডলাইন পেরিয়ে গেলেও এখনও নিজেদের দাবি-দাওয়া নিয়ে কর্মবিরতিতে (RG Kar Protest) জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। আর জি কর মামলার দ্বিতীয় শুনানিতে গত ১০ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। তবে তারপর ৬৫ ঘণ্টা কেটে গেলেও কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তারেরা। তাহলে কি তারা দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের ‘অবমাননা’ করছেন? উঠছে প্রশ্ন।

সত্যিই কি আদালত অবমাননা হচ্ছে? এই বিষয়টি নিয়ে আইনজীবীমহল কি বলছে? তৃণমূলের হেভিওয়েট আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, আদালত অবমাননা হয়নি। তবে শীর্ষ আদালতের নির্দেশের পরও এভাবে জুনিয়র ডাক্তারেরা কাজে যোগ না দেওয়ায় সুপ্রিম কোর্টকে ‘অসম্মান’ করা হয়েছে।

তিনি আরও বলেন, “ডাক্তারদের এই পদক্ষেপকে আদালত অবমাননা বলা যায় না। তবে নিশ্চিত ভাবেই সুপ্রিম কোর্টকে অসম্মান বা অপমান করা হয়েছে।” অপরদিকে এই ইস্যুতে একমত সিপিএম নেতা তথা পোড়খাওয়া বিকাশ ভট্টাচার্যেরও। তারও বক্তব্য, এখানে আদালত অবমাননা হয়নি।

এই প্রসঙ্গে বিকাশবাবু বলেন, “যারা বলছেন যে এটায় আদালত আবমাননা হচ্ছে, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ না জেনেই বলছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, জুনিয়র ডাক্তারেরা ১০ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে যদি কাজে না ফেরেন তাহলে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে চাইলে ব্যবস্থা গ্রহণ করতে পারে।” আইনজীবী আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে কাজে যোগ দিতেই হবে।’

ওদিকে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “আদালত অবমাননা না হলেও জুনিয়র ডাক্তারেরা সুপ্রিম কোর্টকে কাঁচকলা দেখিয়েছেন। তবে রাজ্য সরকার সহনশীলতা দেখাচ্ছে। এখন সরকার আর এতটা সহনশীল না হলেও পারে। এতদিন ধরে গরিব মানুষ পরিষেবা পাচ্ছে না। বহু মানুষ মারা যাচ্ছে।”

RG Kar case Swasthya Bhaban Abhijan junior doctors are ready for meeting

আরও পড়ুন: মাস্টরস্ট্রোক ED-র! এল পাকা ‘প্রমাণ’, জ্যোতিপ্ৰিয় মামলায় অবশেষে বিরাট নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত আর কি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। গতকাল ‘অচলাবস্থা’ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বৈঠক করতে বিকেল ৫টা থেকে নবান্ন সভাঘরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে নির্ধারিত সময়ের ২৩ মিনিট পর নবান্নে পৌঁছলেও সভাঘরে ঢোকেন নি জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। শর্ত নিয়ে ‘দর’ কষাকষির পর প্রশাসন লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি জানালে শেষমেশ ভেস্তে যায় বৈঠক। এখনও স্বাস্থ্যভবনের বাইরে অবস্থান বিক্ষোভেরত জুনিয়র ডাক্তাররা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর