রাত দখলের লড়াই নিয়ে তৃণমূলে ‘বিভাজন’! দেবাংশু থেকে কুণাল, কে কী বলছেন?

বাংলা হান্ট ডেস্কঃ মেয়েদের রাত দখল অভিযান! শহর কলকাতা থেকে বাংলার নানান জেলায় দেখা যাবে এই চিত্র। আরজি কর কাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদে স্বাধীনতার মধ্যরাতে পথে নামছেন বাংলার মেয়েরা। এবার এই নিয়েই ভিন্ন সুর শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের গলায়। কেউ এই অভিযানের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। কারোর আবার কটাক্ষ ‘নাটক’!

রাত দখলের লড়াই (RG Kar Protest) নিয়ে কী বলছেন তৃণমূল নেতারা?

আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে। এবার তাঁর জন্য ন্যায়ের দাবিতে রাস্তায় নামতে চলেছেন মেয়েরা। কোনও রাজনৈতিক দলের সমর্থনে নয়, বরং নির্ভয় দিনের আহ্বান জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এই কর্মসূচি সম্বন্ধে ভিন্ন সুর শোনা গেল তৃণমূল নেতাদের কণ্ঠে।

জোড়াফুল শিবিরের (Trinamool Congress) প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায় নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘আমি প্রতিবাদে যোগ দিচ্ছি। কারণ লক্ষ লক্ষ বাঙালির মতো আমারও একটি মেয়ে এবং ছোট্ট নাতনি রয়েছে। আমাদের এই নিয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে অনেক হিংসা হয়েছে। যাই হোক না কেন, চলুন একত্রে প্রতিবাদ করি’।

আরও পড়ুনঃ অভিষেক-রুজিরাকে বারবার দিল্লি তলব ED-র! ‘হেভিওয়েট’ মামলায় বড় ‘সিদ্ধান্ত’ সুপ্রিম কোর্টের

তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য আবার এই প্রসঙ্গে লেখেন, ‘রাতের দখল নিয়ে শুভেচ্চা রইল। সাধারণ মহিলাদের প্রতিবাদ অক্ষয় হোক। শুধু খেয়াল রাখবেন, রাত দখলের প্রতিবাদের আগুন যেন অন্যের রাজনৈতিক রুটি সেঁকার জায়গা না হয়ে ওঠে। লাল হায়নারা কিন্তু হাইজ্যাক করার অপেক্ষায় বসে আছে। বাকি, আমার মা, দিদি, বোনেদের শুভেচ্ছা’।

রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ লেখেন, ‘আমরাও আরজি করের প্রতিবাদী। কিন্তু ধানতলা, বানতলা, উন্নাও, হাথরস, মণিপুরের সমর্থকরাই রাতের নাটক করছেন। তাঁদের সঙ্গে কিছু সেলফি তোলার নেশাড়ু। বাংলায় মহিলাদের দখলেই রাত থাকে। বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বাংলাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে’।

trinamool congress tmc flags

তৃণমূল নেতা উদয়ন গুহও রাত দখলের লড়াই (RG Kar Protest) নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকল। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না’। তবে রাজনৈতিক চাপানউতোরের যতই থাকুক না কেন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মহিলাদের রাত দখলের ডাকে সাড়া দিয়েছে বাংলা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর