বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মিলতেই এবার আরজি কর (RG Kar) কাণ্ডে আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিলোত্তমার বাবা-মা। জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরজি কর (RG Kar) মামলায় হাইকোর্টে তিলোত্তমার পরিবার
প্রসঙ্গত আরজি কর (RG Kar) মামলায় আরও তদন্ত চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার পরিবার। কিন্তু সেসময় মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় পরিবারের আর্জি শুনতে চায়নি হাইকোর্ট। সোমবার দীর্ঘ প্রায় দেড় মাস পর আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ঐদিন সর্বোচ্চ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পরিবার আবেদন জানালে কলকাতা হাইকোর্ট তা শুনতে পারবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এদিন জানিয়ে দিয়েছেন ওই আর্জি শুনতে হাই কোর্টের আর কোন বাধা নেই।
কলকাতার আরজি কর (RG Kar) হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় ইতিমধ্যেই দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করেছে কলকাতার শিয়ালদহ আদালত। যদিও আরজি কর কাণ্ডের শুরু থেকেই তিলোত্তমার বাবা-মা দাবি করে আসছেন, সিভিক সঞ্জয় রায় ছাড়াও এই ঘটনায় আরও অনেকেই জড়িত রয়েছে। তাদের আড়াল করা হচ্ছে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর তদন্তপ্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিলোত্তমার বাবা-মা। তাঁদের দাবি এখনও পর্যন্ত আরজি কর কাণ্ডে অনেক রহস্যের উদঘাটন হয়নি। তাই তাঁরা চাইছেন এই মামলায় ওই তদন্তকারী সংস্থা আরও তদন্ত করুক। কলকাতার শিয়ালদহ আদালতে আরজি কর কান্ডের ধর্ষণ খুনের ঘটনার রায় ঘোষণার আগেই কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই সময় সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন জানিয়েছিলেন তাঁরা। তবে সেসময় মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় তা শুনতে চাননি জাস্টিস ঘোষ। তিনি জানিয়েছিলেন শীর্ষ আদালতের অনুমতি ছাড়া এই শুনানি সম্ভব নয়। এরপর অনুমতি নিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার বাবা-মা।
আরও পড়ুন: অবশেষে বিচার পেলেন নির্যাতিতা! সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে হাইকোর্ট
উল্লেখ্য ইতিপূর্বে গত ২৯ জানুয়ারি আরজি কর মামলা শীর্ষ আদালতে শুনানির জন্য উঠলে সে সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না তাঁদের কাছে জানতে চেয়েছিলেন তাঁরা কোন আদালতে ওই মামলাটি রাখতে চান। সেই সময়ে পরিবারের তরফে জানানো হয়েছিল সিবিআই এর তদন্তে গাফিলতির বিষয়টি হাইকোর্টে বিচার হোক।
চলতি সপ্তাহের সোমবার মামলাটি আবার সুপ্রিম কোর্টে উঠলে তিলোত্তমার পরিবারের আইনজীবী করুণা নন্দী আদালতে আর্জি জানান যাতে হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চকে বলা হয়, এই মামলায় যেন সিবিআই আরও তদন্ত করে। আইনজীবীর ওই অনুরোধ মেনে নেয়নি শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। তবে প্রধান বিচারপতি এদিন জানান, ‘এই বিষয়ে আমরা কোনও মন্তব্য করব না। হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ আবেদন শুনতে পারে।’