পা ভাঙল রিয়ার ভাই শৌভিকের, ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের কটাক্ষ, ‘যেমন কর্ম তেমন ফল’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রায় দু বছর হতে চললেও নেটিজেনদের রোষ এতটুকু কমেনি রিয়া চক্রবর্তী (rhea chakraborty) ও শৌভিক চক্রবর্তীর (showik chakraborty) উপর থেকে। ২০২০ তে সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর মাদক মামলায় নাম জড়িয়ে হাজতবাস করতে হয়েছিল ভাইবোনকে। তারপরেও বারংবার নেটনাগরিকদের কটাক্ষের মুখে পড়েছেন দুজন।

শুক্রবার মুম্বইয়ে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন রিয়া শৌভিক। একটি স্বাস্থ‍্যকেন্দ্র থেকে বেরোচ্ছিলেন দুজনে। শৌভিকের বাঁ পায়ে ব‍্যান্ডেজ বাঁধা থাকতে দেখা গিয়েছে। ক্রাচ ধরে ধীরে ধীরে হাঁটছিলেন তিনি। ভাইয়ের পাশেই দেখা মিলেছে রিয়ারও। পাপারাৎজির দিকে তাকিয়ে হাতও নাড়েন তিনি।


ভিডিও ভাইরাল হতেই ধেয়ে এসেছে নেটিজেনদের কটাক্ষ। একজন লিখেছেন, ‘যেমন কর্ম তেমন ফল’। আরেকজনের বক্তব‍্য, কর্মফল ভোগ করছেন রিয়া শৌভিক। ভবিষ‍্যতে আরো ভোগ করতে হবে। কয়েকজন প্রয়াত সুশান্তের নাম করে অভিশাপও দিয়েছেন, কিছুতেই শান্তি পাবেন না রিয়া শৌভিক।


গত ২১ জানুয়ারি সুশান্তের জন্মবার্ষিকীতে একটি অদেখা ভিডিও শেয়ার করে আবেগঘন হয়ে উঠেছিলেন রিয়া। জানিয়েছিলেন, সুশান্তকে এখনো ‘মিস’ করেন তিনি। ভিডিওতে জিমের মধ‍্যে খুনসুটি করতে দেখা গিয়েছে দুজনকে। প্রাণোচ্ছ্বল মেজাজে ধরা দিয়েছেন সুশান্ত।

https://www.instagram.com/viralbhayani/reel/CZRSOqfFXpU/?utm_medium=copy_link

ক‍্যাপশনে রিয়া লিখেছেন, ‘খুব মনে পড়ে তোমাকে।’ পাশাপাশি নিজের ইনস্টা স্টোরিতেও সুশান্তের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন তিনি। রিয়ার পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন অনুষ্কা রঞ্জন, ফতিমা সানা শেখ, শিবানী দান্ডেকর, সুজান খানরা।

২০২০ তে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর হাতে গ্রেফতার হন রিয়া। প্রায় এক মাস জেলে কাটানোর পর ছাড়া পান রিয়া। বছরের শেষের দিকে কারামুক্ত হয়েছিলেন রিয়া। একটা বছর ধরে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন তিনি। পুরনো সাহস ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। কিন্তু এত সহজে যে নেটনাগরিকদের ক্ষোভের হাত থেকে তিনি নিস্তার পাবেন না তা তো স্পষ্ট হয়েই গিয়েছে।

X